
প্রতীকী ছবি
কিছু মানুষের জীবনের কিছু ঘটনা যেন নাটকের চেয়েও বেশি নাটকীয়। তেমনি একজন পেরুর জেলে মাক্সিমো নাপা। ছোট্ট এক ডিঙি নিয়ে দীর্ঘ ৯৫ দিন প্রশান্ত মহাসাগরে ভেসেছিলেন তিনি। তেলাপোকা থেকে শুরু করে কচ্ছপ, বেঁচে থাকার জন্য সবই খেয়েছেন। পরিবারের কাছে ফেরার আশায় চালিয়ে গেছেন বেঁচে থাকার সংগ্রাম। অবশেষে গল্পের মতোই ফিরেছেন প্রিয়জনের কাছে।
অস্কারজয়ী হলিউড সিনেমা ‘লাইফ অফ পাই’ এ আমরা দেখেছি এমন দৃশ্য। তবে তা তো ছিল নিছক অভিনয়, এবার বাস্তব জীবনের ‘পাই’ এর সন্ধান মিলল পেরুতে। টানা ৯৫ দিন ছোট্ট এক নৌকায় প্রশান্ত মহাসাগরে ভেসেছিলেন তিনি।
গেল বছরের ৭ ডিসেম্বর পেরুর এক বন্দর থেকে ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নাপা। হঠাৎ বিকল হয়ে পড়ে তার নৌকার ইঞ্জিন, বন্ধ হয়ে যায় ফেরার পথ। সাথে ছিল সীমিত রসদ, দিনে দিনে শেষ হয়ে যায় তাও। এক পর্যায়ে তিনি বাধ্য হন তেলাপোকা, পাখি, এমনকি কচ্ছপ খেতে।
সমুদ্রস্রোতে ভেসে দীর্ঘ ৯৫ দিন পর ইকুয়েডরের জলসীমায় প্রবেশ করেন নাপা। সৌভাগ্যবসত একটি মাছ ধরার জাহাজের নজরেন পড়লে উদ্ধার করা হয় তাকে। দীর্ঘদিন পর পরিবারের কাছে ফেরা, মায়ের কোলে ফেরা। নাপা জানিয়েছেন, তিনি তার মায়ের জন্যই বেঁচে থাকতে চেয়েছিলেন।
সূত্র: https://tinyurl.com/ymma8bet
রাকিব