ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ১৬ মার্চ ২০২৫

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি: দৈনিক জনকণ্ঠ

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের উদ্যোগে গতকাল ১৫ মার্চ শনিবার  রাজধানীর এক হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে বসবাসরত বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দারা এতে অংশগ্রহণ করেন।


শতাধিক সদস্যদের উপস্থিতিতে ইফতার মাহফিল এক মিলন মেলায় পরিণত হয়। ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সভাপতি এফ এম কামরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ আয়নুল হক জেমস ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিমেল কবির।


ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ঢাকার বিশেষ জেলা ও দায়রা জজ মোঃ কবিরউদ্দিন প্রামানিক, নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোছা. নূর মহল আক্তার বানু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন মল্লিক প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারকে আরো এগিয়ে নিতে হবে। সংগঠন সামনের দিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া সকলের প্রতি ভাতৃত্ববোধ বজায় রেখে একতাবদ্ধ থাকার পরামর্শ দেওয়া হয়। 


ইফতার মাহফিলে সাবেক এমপি, বগুড়া জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ফোনকলে ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সমৃদ্ধি কামনা করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 


এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মো: গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মো: ইয়াছিন আলী, অর্থ সম্পাদক মোঃ শাহাদাত হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

শিহাব

×