ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ইন্ডিয়া-চায়নাকে পেছনে ফেলেছে রিপনের রিকশা ব্রেক শু

প্রকাশিত: ০০:০১, ১৬ মার্চ ২০২৫

ইন্ডিয়া-চায়নাকে পেছনে ফেলেছে রিপনের রিকশা ব্রেক শু

ছবি: সংগৃহীত

দেশীয় প্রযুক্তির উৎকর্ষতায় এগিয়ে চলছে বাংলাদেশের রিকশা যন্ত্রাংশ শিল্প। মেসার্স রিপন মেটাল, একটি দেশীয় প্রতিষ্ঠান, তাদের উন্নতমানের রিকশার ব্রেক শু ও অন্যান্য যন্ত্রাংশ দিয়ে ভারত ও চীনের পণ্যকে পেছনে ফেলেছে। টেকসই, মজবুত ও দীর্ঘস্থায়ী পণ্যের জন্য দেশজুড়ে বিপুল চাহিদা তৈরি করেছে এই প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির কর্ণধার রিপন জানান, প্রথমদিকে তাদের ব্রেক শু তৈরিতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। শুরুতে পাঁচ থেকে আট লাখ টাকা লোকসান হলেও হাল ছাড়েননি তিনি। ধাপে ধাপে উন্নতি করে আজ তারা বাজারে বিশ্বমানের পণ্য সরবরাহ করছেন। পরবর্তী পর্যায়ে ব্রেক ক্লিপ তৈরি করতে গিয়ে ব্যাংক থেকে ২৩ লাখ টাকা ঋণ নিতে হয় এবং মোট ৩০ লাখ টাকা লোকসান হয়। তবে হাল না ছেড়ে গবেষণা চালিয়ে যাওয়ায় অবশেষে সাফল্য ধরা দেয়। এখন তাদের ব্রেক শু, ব্রেক ক্লিপ ও অন্যান্য যন্ত্রাংশ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে এবং বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে আনছে।

রিপন জানান, বাজারের প্রচলিত ভারত ও চীনের ব্রেক শুতে নানা সমস্যা দেখা যেত। এক সপ্তাহ থেকে ১৫ দিনের মধ্যেই রাবার ক্ষয়ে যেত, যা রিকশা চালকদের জন্য বড় সমস্যা ছিল। ব্রেক মারার সঙ্গে সঙ্গে নাট ঢিলা হয়ে যেত, ক্যাচিং ফেটে যেত, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াতো। এসব সমস্যা চিহ্নিত করে রিপন মেটাল তাদের পণ্য উন্নত মানের উপকরণ দিয়ে তৈরি করেছে, যা ছয় থেকে আট মাস অবধি টেকসই থাকে।

দেশীয় পণ্যের প্রতি ভালোবাসা থেকে প্রতিষ্ঠানটি তাদের সকল পণ্যের নাম, কার্টন ও প্যাকেজিং বাংলায় লিখে থাকে। রিপন বলেন, "আমি একজন বাঙালি, তাই আমার পণ্যের পরিচিতিও বাংলায় দিতে চাই। ইংরেজির পরিবর্তে বাংলাকে প্রাধান্য দেওয়াই আমার নীতি।"

উন্নত মানের পাশাপাশি তুলনামূলক কম দামের কারণে দেশের বাজারে রিপন মেটালের রিকশা যন্ত্রাংশের জনপ্রিয়তা বাড়ছে। তাদের লক্ষ্য এখন ইন্ডিয়া ও চীনের আমদানিকৃত রিকশার বগাকে পুরোপুরি প্রতিস্থাপন করা। দেশীয় শিল্পের এমন অগ্রযাত্রা সত্যিই প্রশংসনীয়।

ভিডিও দেখুন: https://youtu.be/ER6x42lRBMw?si=gRfrUIRjcz5ZbrHU

এম.কে.

×