ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

শহীদ আফ্রিদি আমাকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিতেন: দানিশ কানেরিয়া

প্রকাশিত: ২১:১৬, ১৫ মার্চ ২০২৫

শহীদ আফ্রিদি আমাকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিতেন: দানিশ কানেরিয়া

ছ‌বি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া অভিযোগ করেছেন যে শহীদ আফ্রিদি তাকে বহুবার ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে পাকিস্তানের সংখ্যালঘুদের দুরবস্থা নিয়ে একটি কংগ্রেস ব্রিফিংয়ের ফাঁকে কানেরিয়া এই দাবি করেন।

তিনি বলেন, “আমরা এখানে একত্রিত হয়ে পাকিস্তানে সংখ্যালঘু হিসেবে যে বৈষম্যের শিকার হয়েছি, সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। শহীদ আফ্রিদি আমাকে বারবার ধর্ম পরিবর্তনের কথা বলতেন। তবে ইনজামাম-উল-হক কখনো এ ধরনের কথা বলেননি।”

কানেরিয়া আরও বলেন, “আমি অনেক বৈষম্যের শিকার হয়েছি, যার ফলে আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানে আমি সমান সুযোগ ও সম্মান পাইনি। এ কারণেই আমি আজ যুক্তরাষ্ট্রে। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছি এবং আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা তৈরি করতে চাই, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।”

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম 'আজ তাক'-এর সঙ্গে এক সাক্ষাৎকারে কানেরিয়া ইনজামাম-উল-হকের প্রশংসা করেন। তিনি বলেন, “ইনজামাম-উল-হক ছিলেন একমাত্র অধিনায়ক যিনি আমাকে সমর্থন দিয়েছেন। তার পাশাপাশি শোয়েব আখতারও আমাকে সহযোগিতা করেছেন। তবে শহীদ আফ্রিদি এবং বেশ কিছু পাকিস্তানি ক্রিকেটার আমাকে নানা ভাবে হয়রানি করেছেন এবং আমার সঙ্গে এক টেবিলে বসে খেতেও চাননি।”

উল্লেখ্য, দানিশ কানেরিয়া পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ২৬১টি উইকেট নিয়েছেন। তবে ২০১২ সালে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) তাকে স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত করে এবং আজীবন নিষেধাজ্ঞা দেয়।

আবীর

×