ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ভাই-বোনের হেলিকপ্টারে ওড়ার শখ পূরণ করলেন প্রবাসী ভাই

প্রকাশিত: ১০:১১, ১৫ মার্চ ২০২৫

ভাই-বোনের হেলিকপ্টারে ওড়ার শখ পূরণ করলেন প্রবাসী ভাই

ছবি:সংগৃহীত

ইতালি প্রবাসী মোহাম্মদ নাহিদুল ইসলাম, ছোট ভাই-বোনের শখ পূরণের জন্য হেলিকপ্টারে তাদের গ্রামের বাড়িতে ফিরেছেন। বুধবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ওঠে তিনি পরিবারসহ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামে পৌঁছান।

 

এটি ছিল বাটখোলা গ্রামে প্রথমবারের মতো হেলিকপ্টারে আগমন, যা দেখতে সেখানে স্থানীয় মানুষের ঢল নামে। 

হেলিকপ্টার অবতরণের পর নাহিদুল ইসলামের পরিবার ও এলাকার মানুষ ফুল দিয়ে তাদের সাদরে বরণ করে নেয়। এই ভ্রমণের মাধ্যমে নাহিদুল ইসলামের ছোট ভাই-বোনেরা তাদের শখ পূর্ণ করতে পেরেছে, যা তাদের জন্য এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।  

 

 

নাহিদুল ইসলামের বাবা জানান, "বাচ্চারা হেলিকপ্টার থেকে দেশের প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে অভিভূত হয়েছে।" তিনি আরো বলেন, পুরো পরিবারের জন্য এটি একটি আনন্দময় অভিজ্ঞতা। 

 

 

এলাকাবাসী নাহিদুল ইসলামের এই ভালোবাসার প্রতিফলন দেখে তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছে।

আঁখি

×