ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সিলিং ফ্যান টানা চালালে যে বিপদ ডেকে আনবেন? জেনে নিন সঠিক ব্যবহারবিধি

প্রকাশিত: ০১:১৭, ১৫ মার্চ ২০২৫

সিলিং ফ্যান টানা চালালে যে বিপদ ডেকে আনবেন? জেনে নিন সঠিক ব্যবহারবিধি

ছবিঃ সংগৃহীত

গরমের দিনে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের প্রধান ভরসা সিলিং ফ্যান। যখন মাথার ওপর এটি দিন-রাত ঘুরতে থাকে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—ফ্যানের আয়ু বাড়াতে কতক্ষণ চালানো উচিত এবং কতক্ষণ বন্ধ রাখা দরকার?

সঠিক ব্যবহারে দীর্ঘস্থায়ী হবে ফ্যান

বৈদ্যুতিক যেকোনো যন্ত্রের মতো সিলিং ফ্যানও নিয়ম মেনে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো পারফর্ম করবে। এনার্জি এক্সপার্টরা বলেন, একটানা দীর্ঘ সময় ফ্যান চালালে এর মোটর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, ফলে কার্যক্ষমতা কমে যেতে পারে বা মোটর পুড়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণ ফ্যানগুলো টানা ৭-৮ ঘণ্টা চালানোর পর কমপক্ষে ১ ঘণ্টা বিশ্রাম দেওয়া উচিত। এতে মোটর ঠান্ডা হওয়ার সুযোগ পায় এবং দীর্ঘস্থায়ী হয়।

ফ্যান ঠিক রাখতে যা করবেন

সঠিক ব্যবহার: টানা ৭-৮ ঘণ্টার পর অন্তত ১ ঘণ্টা ফ্যান বন্ধ রাখুন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা: মাসে অন্তত একবার ব্লেড ও মোটর পরিষ্কার করুন, এতে বাতাসের প্রবাহ ঠিক থাকবে।
উচ্চমানের ফ্যান ব্যবহার করুন: আধুনিক প্রযুক্তির বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান বাজারে পাওয়া যাচ্ছে, যা বেশি কার্যকর।

সঠিক যত্নে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স

নিয়ম মেনে ব্যবহার করলে সিলিং ফ্যান দীর্ঘদিন ভালো সার্ভিস দেবে, হুটহাট নষ্ট হবে না এবং বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে থাকবে। তাই ফ্যান কেনার পর শুধু চালালেই হবে না, জানতে হবে সঠিক ব্যবহারের কৌশলও!

সূত্রঃ https://www.youtube.com/watch?v=BKlZ56ZjtW0

ইমরান

×