
ছবি: সংগৃহীত।
আপনি কি জানেন, এমন একটি দেশ আছে যেখানে প্রবেশ করলেই আপনি ক্যালেন্ডারের হিসাবে ৮ বছর পিছিয়ে যাবেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও, এটি সত্যি!
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইথিওপিয়া ক্যালেন্ডারের হিসাবে ৮ বছর পিছিয়ে রয়েছে। যদি ২০২৫ সালে কেউ এই দেশে প্রবেশ করেন, তাহলে সেখানকার ক্যালেন্ডারে চলবে ২০১৭ সাল।
কেন ইথিওপিয়া ৮ বছর পিছিয়ে?
এর মূল কারণ হলো ইথিওপিয়ার নিজস্ব ক্যালেন্ডার ব্যবস্থা। যেখানে সারা বিশ্ব গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে, ইথিওপিয়া এখনো ইথিওপিয়ান ক্যালেন্ডার মেনে চলে। এই ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় ৮ বছর পিছিয়ে রয়েছে।
ইথিওপিয়ান ক্যালেন্ডারের বৈশিষ্ট্য
- ইথিওপিয়ান ক্যালেন্ডারে ১২টি মাস থাকে, প্রতিটি ৩০ দিন দীর্ঘ।
- অতিরিক্ত দিনগুলো নিয়ে গঠিত হয় ত্রয়োদশ মাস।
- এই ক্যালেন্ডার পদ্ধতির কারণে ইথিওপিয়ায় সময় গণনা বাকি বিশ্বের তুলনায় আলাদা।
বিদেশিদের জন্য সমস্যা
ইথিওপিয়ায় ভ্রমণ বা কাজের প্রয়োজনে গেলে সময় গণনার এই পার্থক্য অনেকের জন্য বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। দেশটিতে তারিখ ও সাল বুঝতে হলে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে তুলনা করেই চলতে হয়।
এমন একটি অনন্য ক্যালেন্ডার পদ্ধতির কারণে ইথিওপিয়া বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আলাদা। তাই যদি কখনো সেখানে যান, মনে রাখবেন—আপনি ক্যালেন্ডারের হিসাবে ৮ বছর পিছিয়ে গেছেন!
সায়মা ইসলাম