ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

হাঁটাহাঁটি করা অদ্ভুত গাছ !

প্রকাশিত: ০৫:৪৩, ১৩ মার্চ ২০২৫

হাঁটাহাঁটি করা অদ্ভুত গাছ !

ছবি:সংগৃহীত

পৃথিবীতে নানা ধরণের গাছ রয়েছে, কিছু বড় আবার কিছু ছোট। কিছু গাছের কাণ্ড মোটা, আবার কিছু গাছের কাণ্ড চিকন। কোথাও গাছ আকাশে উঠে উঁচু হয়, আবার কোথাও গাছ কম উচ্চতার হলেও সুন্দর। আমরা জানি, গাছেরও জীবন থাকে। গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনের মাধ্যমে মানুষের জন্য উপকারী হয়ে থাকে। তবে কখনো কি শুনেছেন যে গাছ চলতে পারে?

 

ছোটবেলায় আমরা যেমন দেখে এসেছি, গাছ মাটিতে শিকড় দিয়ে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকে, কিন্তু এমন কিছু গাছও রয়েছে, যারা চলতে পারে।

 

 

এদের মধ্যে অন্যতম গাছ হলো ‘ক্যাশাপোনা’ (যাকে ইংরেজিতে ‘ওয়াকিং পাম’ বা ‘চলন্ত পাম’ বলা হয়)। বৈজ্ঞানিক নাম ‘Socratea exorrhiza’। এই গাছটি গ্রীষ্মমণ্ডলীয় মধ্য ও দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে জন্মায়। গাছটির উচ্চতা প্রায় ২৫ মিটার পর্যন্ত হতে পারে। এটি ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ, যার শিকড়ে শ্বাসমূল ও ঠেসমূল রয়েছে। তবে, সবচেয়ে অবাক করার বিষয় হলো, এর অস্বাভাবিক শিকড়। বিশেষ করে ইকুয়েডরের কুইটো থেকে ১০০ কিলোমিটার দূরের রেইন ফরেস্টে এই গাছটি দেখতে পাওয়া যায়, যেখানে মাটি আলগা এবং পানি ধারণ ক্ষমতা কম।

এই অঞ্চলে নিয়মিত ভূমিক্ষয় ঘটে এবং সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না, যার কারণে গাছটি তার শিকড় নিয়ে স্থান পরিবর্তন করে। নতুন ঠেসমূল তৈরি করে এবং পুরনো শিকড় রেখে, গাছটি নতুন উদ্ভিদ তৈরি করে। গাছটি প্রতি বছর প্রায় ২০ মিটার চলতে পারে এবং এক দিনে ২-৩ সেন্টিমিটার অগ্রসর হয়।

 

 

গাছটির চলন প্রক্রিয়ায় বৃষ্টিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ বৃষ্টি গাছটিকে শক্তিশালী করে তোলে এবং তার চলাচলে সহায়তা করে। ১৯৮০ সালে জীববিজ্ঞানী জন এইচ বোডলি এই গাছের চলার বিষয়টি ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেন, গাছটি নতুন শিকড় তৈরি করে এবং সূর্যের আলো পেতে গাছটি তার শিকড় দিয়ে স্থান পরিবর্তন করে।

আঁখি

×