ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি আতর তৈরি হয় ভেড়ার নাভি থেকে!

প্রকাশিত: ২০:১৪, ১২ মার্চ ২০২৫

আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি আতর তৈরি হয় ভেড়ার নাভি থেকে!

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে সুগন্ধি প্রেমীদের কাছে এক বিশেষ ধরনের আতর রয়েছে, যার দাম আকাশছোঁয়া। আর অবাক করা বিষয় হলো—এই সুগন্ধি তৈরি হয় ভেড়ার নাভি থেকে! এটিই বিশ্বের সবচেয়ে দামি আতরগুলোর মধ্যে অন্যতম।

এই আতরের মূল উপাদান হলো ‘অ্যাম্ব্রেট’, যা বিশেষ প্রজাতির ভেড়ার নাভির কাছাকাছি এক ধরনের গ্রন্থি থেকে সংগ্রহ করা হয়। এই সুগন্ধি প্রাকৃতিকভাবে গঠিত হয় এবং এতে থাকে এক বিশেষ ধরনের মোহনীয় ঘ্রাণ, যা বহুদিন স্থায়ী হয়।

এই বিশেষ আতর প্রস্তুত প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ হওয়ায় এর দাম সাধারণ সুগন্ধির তুলনায় বহুগুণ বেশি। কিছু বিশেষ ব্র্যান্ডের আতরের মূল্য প্রতি মিলিলিটার হাজার ডলারেরও বেশি। 

বিশেষজ্ঞদের মতে, এই সুগন্ধির আবেদন প্রাচীনকাল থেকেই রাজপরিবার ও উচ্চবিত্তদের মধ্যে জনপ্রিয় ছিল। বর্তমানে বিলাসবহুল পারফিউম কোম্পানিগুলো একে আরও উন্নত ও আকর্ষণীয় করে তুলছে।

শিলা ইসলাম

×