ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

উত্তর কোরিয়ায় টিভি কিনলেই বিপদ! বাসায় এসে যা করে সরকার

প্রকাশিত: ১০:৫৭, ১২ মার্চ ২০২৫; আপডেট: ১১:০২, ১২ মার্চ ২০২৫

উত্তর কোরিয়ায় টিভি কিনলেই বিপদ! বাসায় এসে যা করে সরকার

উত্তর কোরিয়া থেকে পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া তিমোথি চো দেশটির কঠোর বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

সম্প্রতি ল্যাডবাইবেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, উত্তর কোরিয়ায় কেউ টিভি কিনলে সরকারি কর্মকর্তারা এসে শুধু একটি অ্যান্টেনা রেখে বাকি সব নিয়ে যায়, যাতে বিদেশি চ্যানেল দেখা সম্ভব না হয়। দেশীয় চ্যানেলগুলোতে ২৪ ঘণ্টা কিম জং উনের পরিবারকেন্দ্রিক প্রচারণা চলে।

চুল কাটার ক্ষেত্রেও কড়াকড়ি রয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট কয়েকটি স্টাইলে চুল কাটতে হয়, অন্যথায় পুলিশি জেরার মুখে পড়তে হয় পরিবারের সদস্যদেরও।

এছাড়া, উত্তর কোরিয়ার প্রথম নেতা কিম টু-সাংকে ‘ঐশ্বরিক নেতা’ এবং তার সন্তান কিম জং-ইলকে ‘ঈশ্বরের সন্তান’ হিসেবে উপস্থাপন করা হয়। জাতীয় দিবসে কিম পরিবারের মূর্তির সামনে মাথা নত করাও বাধ্যতামূলক।

রাজু

×