ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

৪০ লাখ টাকা আয় ফুচকা বিক্রি করে! সরকারের ট্যাক্স নোটিশে চমক!

প্রকাশিত: ০৯:৫৭, ১২ মার্চ ২০২৫

৪০ লাখ টাকা আয় ফুচকা বিক্রি করে! সরকারের ট্যাক্স নোটিশে চমক!

তামিলনাড়ুর এক ফুচকা বিক্রেতা অনলাইন পেমেন্টের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে ৪০ লাখ টাকার বেশি লেনদেন করেছেন। এই বিশাল আয়ের কারণে তাকে জিএসটি নোটিশ পাঠিয়েছে কর বিভাগ।

সাধারণত ফুচকা বিক্রেতাদের আয়ের পরিমাণ কম হলেও, এই বিক্রেতার ক্ষেত্রে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। কর বিভাগ তাকে প্রয়োজনীয় হিসাব জমা দিতে বলেছে।

এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কেউ তার সাফল্যের প্রশংসা করছেন, আবার কেউ ছোট ব্যবসার ওপর সরকারের নজরদারি নিয়ে সমালোচনা করছেন।

কর বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল পেমেন্ট ব্যবহারে স্বচ্ছতা বাড়লেও নির্দিষ্ট আয়ের সীমা অতিক্রম করলে কর পরিশোধ করা বাধ্যতামূলক। এখন দেখার বিষয়, এই ফুচকা বিক্রেতা নোটিশের কী জবাব দেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

 

রাজু

×