ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

পিরামিডের ভেতরে আসলে কি আছে? সেই রহস্য এখনো কেন অমীমাংসিত?

প্রকাশিত: ১৮:৫০, ১০ মার্চ ২০২৫

পিরামিডের ভেতরে আসলে কি আছে?  সেই রহস্য এখনো কেন অমীমাংসিত?

ছবি: সংগৃহীত।

সাময়িক পৃথিবীর আশ্চর্যজনক মনুষ্যনির্মিত স্থাপনাগুলো সপ্তম আশ্চর্যের তালিকায় স্থান পায়। প্রাচীনকালে হেলেনি সভ্যতার পর্যটকরা প্রথমে এর তালিকা প্রকাশ করেন। সপ্তম আশ্চর্যের সর্বশেষ তালিকা প্রকাশিত হয় ২০০৭ সালের ৭ই জুলাই।

এই তালিকায় প্রথমেই স্থান পেয়েছে গিজার পিরামিড। এটি মিশরের সবচেয়ে বড় ও প্রাচীন আকর্ষণীয় পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবে পরিচিত। পৃথিবীর রহস্যময় স্থানগুলোর একটি হিসেবে এটি ইতিহাসবিদ ও বিশেষজ্ঞদের গবেষণার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। নানা পরীক্ষা-নিরীক্ষার পরও এর নির্মাণশৈলী ও গোপন রহস্যের পুরো ব্যাখ্যা আজও মেলেনি।

গিজার পিরামিডের উচ্চতা ১৪৬ মিটার বা ৪৭৯ ফুট। এতে রয়েছে ২৩ লাখ পাথরের ব্লক, যার কিছু কিছু ব্লকের ওজন ৫৯ টন পর্যন্ত। পুরো স্থাপনার ওজন ৬ মিলিয়ন টন। ৩৯০০ বছর ধরে এটি পৃথিবীর সর্বোচ্চ দালান হিসেবে অবস্থান ধরে রেখেছিল। এত প্রাচীন সময়ে কিভাবে নিখুঁত মাপের পিরামিড তৈরি করা হয়েছিল, তা আজও বিস্ময়ের বিষয়।

পিরামিডের ভেতরে প্রবেশের প্রধান পথ উত্তর পাশে অবস্থিত। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, পিরামিডের পাথরের ব্লকগুলো এত নিখুঁতভাবে বসানো হয়েছে যে, এর ফাঁকে একটি পাতলা ছুরির ফলাও প্রবেশ করতে পারে না। পানি প্রবেশ ঠেকাতে সাদা সিমেন্ট ব্যবহার করা হয়েছিল, যা আজও অক্ষত রয়েছে।

২০১৮ সালে খুফুর পিরামিডের নিচে লুকিয়ে থাকা ৫০০০ বছরের পুরনো একটি নৌকা আবিষ্কৃত হয়। এর আগে ১৯৫৪ সালে আরও একটি নৌকা উদ্ধার করে গিজা জাদুঘরে সংরক্ষণ করা হয়। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত, মৃত্যুর পর পুনর্জন্ম হবে এবং ফারাওদের স্বর্গ বা নরকে যাওয়ার জন্য একটি নৌকার প্রয়োজন হতে পারে।

প্রাচীনকালে গিজার পিরামিডের বর্তমান চেহারা এমন ছিল না। এটি একসময় সাদা চুনাপাথর দিয়ে আবৃত ছিল, এবং এর চূড়ায় ছিল সোনার তৈরি মুকুট, যা সূর্যের আলোয় উজ্জ্বলভাবে প্রতিফলিত হতো।

সম্প্রতি, ২০২৩ সালের মার্চ মাসে মিশরীয় কর্তৃপক্ষ ঘোষণা করে যে, তারা খুফুর পিরামিডের ভেতরে একটি লুকানো করিডর আবিষ্কার করেছে। আন্তর্জাতিক গবেষক দল উচ্চ-প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করে ৯ মিটার দৈর্ঘ্য ও ২ মিটার প্রশস্ত একটি চেম্বার খুঁজে পেয়েছে। এই চেম্বারের উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

গিজার পিরামিড, এক অপার রহস্যের ভাণ্ডার, আজও সগর্বে টিকে আছে, পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন হিসেবে।

নুসরাত

×