ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

আপনার সন্তান পর্নোগ্রাফিতে আসক্ত কি না বুঝবেন যেভাবে

প্রকাশিত: ১৬:২৯, ১০ মার্চ ২০২৫

আপনার সন্তান পর্নোগ্রাফিতে আসক্ত কি না বুঝবেন যেভাবে

ছবি: সংগৃহীত

একজন অভিভাবক হিসেবে আপনার জানা উচিত, কী লক্ষণগুলো দেখে বুঝবেন যে আপনার সন্তান পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে। আমাদের দেশে পর্নোগ্রাফি আসক্তি প্রায় মহামারির মতো রূপ নিয়েছে।

দুর্ভাগ্যবশত, এটা এখন আর "আপনার সন্তান কখনো পর্নোগ্রাফি দেখবে কি না" এই প্রশ্ন নয় — বরং "কবে দেখবে" সেটাই প্রশ্ন। বিলিয়ন ডলারের পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই প্রভাব ফেলছে।

এটি সিনেমা, লাইব্রেরি, ইন্টারনেট — এমন অনেক জায়গায় প্রবেশ করেছে, যেখানে আপনি ও আপনার সন্তান নিয়মিত যান।

গড়ে শিশুরা প্রথমবারের মতো পর্নোগ্রাফির সম্মুখীন হয় ১১ বছর বয়সে। কিশোর ছেলেরা এই প্রলোভনমূলক কনটেন্টের প্রতি বেশি আকৃষ্ট হয়।

তবে এই কম বয়সেই সব শিশুই এই গ্রাফিক কনটেন্টের আসক্তিমূলক প্রভাবের শিকার হতে পারে। তাই শিশুদের সঙ্গে শুরুতেই এ বিষয়ে খোলামেলা কথা বলা খুব জরুরি।

একই সঙ্গে, বাবা-মায়ের জানা প্রয়োজন, কোন লক্ষণগুলো দেখে বোঝা যাবে যে তাদের সন্তান প্রতিদিন পর্নোগ্রাফি দেখছে এবং হয়তো আসক্ত হয়ে পড়েছে। নিচে এমনই চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরা হলো:

১. একাকীত্ব, বন্ধু ও আগ্রহের অভাব

পর্নোগ্রাফি আসক্তি এক সময়ের হাসিখুশি, প্রাণোচ্ছল সন্তানকে বদলে দিয়ে একাকী ও বদমেজাজি করে তুলতে পারে।

আপনার সন্তান যদি হঠাৎ বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটাতে অনাগ্রহ দেখায়, তাহলে এটা তার আসক্তির লক্ষণ হতে পারে।

পর্নোগ্রাফির সঙ্গে অপরাধবোধও থাকে, ফলে আপনার সন্তান হয়তো আপনার সঙ্গে কথা বলা বা চোখে চোখ রাখার বিষয়টি এড়িয়ে চলে।

২. বিষণ্ণতা বা আচরণের হঠাৎ পরিবর্তন

অন্যান্য আসক্তির মতোই পর্নোগ্রাফি মস্তিষ্কে প্রভাব ফেলে এবং শিশুদের চিন্তা-ভাবনার ধরন বদলে দেয়।

ফলে আপনি হয়তো লক্ষ্য করবেন যে আপনার সন্তান বিষণ্ণ হয়ে পড়ছে বা আচরণে অস্বাভাবিক পরিবর্তন আসছে।

এ ধরনের লক্ষণগুলোর মধ্যে অতিরিক্ত রাগ, বিরক্তি, অন্যদের প্রতি অবজ্ঞা বা অবহেলা ইত্যাদি থাকতে পারে।

৩. গোপনীয়তা বৃদ্ধি

একাকীত্বের পাশাপাশি, পর্নোগ্রাফিতে আসক্ত শিশুরা সাধারণত নিজেদের মধ্যে আরও গুটিয়ে নেয় এবং তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে কম কথা বলে।

আপনার সন্তান যদি দীর্ঘ সময় বাথরুম বা শাওয়ারে কাটায় এবং নিজের বিষয়ে খুব গোপনীয় আচরণ করে, তবে সেটা লক্ষণীয়।

৪. যৌনমূলক ভাষা ও আঁকাআঁকিতে আগ্রহ

আপনার সন্তান তার বয়স অনুযায়ী যৌনতা সম্পর্কে অস্বাভাবিকভাবে বেশি জানলে, সেটিও একটা সতর্কবার্তা হতে পারে।

পর্নোগ্রাফিতে আসক্ত শিশুরা অনেক সময় যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করে এবং তাদের লেখা বা আঁকাআঁকিতেও যৌনতার বিষয়বস্তু ফুটে ওঠে।

এই আসক্তির কারণে যৌনতা ও শরীর সম্পর্কে তাদের অতিরিক্ত আগ্রহ তৈরি হয়, যা তাদের আচরণেও প্রকাশ পায়।

আপনার সন্তানের পর্নোগ্রাফি আসক্তি থাকলে কী করবেন

উপরের লক্ষণগুলোর এক বা একাধিক যদি আপনার সন্তানের মধ্যে দেখতে পান, তবে বুঝতে হবে যে সে হয়তো পর্নোগ্রাফি আসক্তির সমস্যার মধ্যে রয়েছে।

এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব আপনার পারিবারিক শিশু বিশেষজ্ঞ বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

পর্নোগ্রাফি আসক্তি এমন একটি সমস্যা যা প্রাপ্তবয়স্কদের জন্যও একা কাটিয়ে ওঠা কঠিন। তাই আপনার সন্তানের পক্ষে নিজে নিজে এই আসক্তি থেকে বের হয়ে আসা প্রায় অসম্ভব।

আপনার চিকিৎসকের পরামর্শ নিন এবং এমন কিছু পদক্ষেপ গ্রহণ করুন, যা আপনার সন্তানকে এই আসক্তি থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে।


তথ্যসূত্র: https://www.southsummitpediatrics.com/blog/signs-your-child-is-addicted-to-pornography#:~:text=3.,be%20more%20secretive%20in%20general.

আবীর

×