
আতাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমিগুলোর মধ্যে অন্যতম। এটি দক্ষিণ আমেরিকার চিলি দেশে অবস্থিত এবং প্রায় ১,০০০ কিলোমিটার (৬০০ মাইল) এলাকা জুড়ে বিস্তৃত। এই মরুভূমির বিশেষত্ব হলো, এখানে পৃথিবীর সবচেয়ে কম বৃষ্টিপাত হয়।
কেন আতাকামা মরুভূমি এত শুষ্ক?
১. ভূগোলগত অবস্থান: এটি আন্দেজ পর্বতমালা এবং প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত। আন্দেজ পর্বতমালা প্রশান্ত মহাসাগর থেকে আসা আর্দ্র বাতাসকে আটকে রাখে, ফলে এখানে বৃষ্টিপাত হয় না।
2. হাম্বোল্ট স্রোত: এটি একটি ঠান্ডা সমুদ্রস্রোত, যা প্রশান্ত মহাসাগর থেকে উঠে আসে এবং আকাশের জলীয় বাষ্পকে ঘনীভূত হতে বাধা দেয়। ফলে মেঘ তৈরি হলেও বৃষ্টি হয় না।
- মঙ্গলগ্রহের মতো ভূদৃশ্য: নাসার বিজ্ঞানীরা আতাকামার নির্জন ও রুক্ষ এলাকা ব্যবহার করেন মঙ্গল গবেষণার জন্য, কারণ এর মাটির গঠন মঙ্গলের সঙ্গে অনেকটা মিলে যায়।
- ফুলের মরুভূমি: যদিও এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর একটি, তবে মাঝে মাঝে (বিশেষত এল নিনো আবহাওয়ার সময়) আকস্মিক বৃষ্টিপাত হলে মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল রঙিন বন্যফুলে ভরে যায়।
- উচ্চতর মানের জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ: পৃথিবীর অন্যতম স্বচ্ছ আকাশ থাকার কারণে এখানে টেলিস্কোপসহ অনেক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র রয়েছে।
আতাকামা মরুভূমি প্রাকৃতিক বিস্ময়ের এক আশ্চর্য উদাহরণ, যেখানে পৃথিবীর সবচেয়ে শুষ্ক পরিবেশের মধ্যেও জীবন ও বৈচিত্র্যের উপস্থিতি দেখা যায়।
সাজিদ