
ছবি: সংগৃহীত
অনেক পাখির পালকের রং ও নকশা প্রকৃতির সাথে এতটাই মিশে থাকে যে তারা সহজেই আশেপাশের পরিবেশের অংশ হয়ে যায়। বিশেষ করে সবুজ রঙের পাখিরা ঘন বনভূমি ও গাছের পাতার মধ্যে প্রায় অদৃশ্য হয়ে থাকতে পারে। এটি তাদের শিকারিদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং সহজে খাদ্য সংগ্রহের সুযোগ দেয়। যেমন, গ্রীন ব্রডবিল, গ্রেট গ্রীন ম্যাকাও এবং ভারতীয় সবুজ মৌমাছি শিকারি পাখিরা তাদের চারপাশের পরিবেশের সাথে এতটাই মিশে যায় যে সহজে চোখে পড়ে না। এই প্রাকৃতিক ছদ্মবেশ (camouflage) তাদের বেঁচে থাকার গুরুত্বপূর্ণ কৌশল।
গ্রীন ব্রডবিল
দক্ষিণ-পূর্ব এশিয়ার রেইনফরেস্টে পাওয়া ছোট, গোলগাল এই পাখিটির উজ্জ্বল পান্না-সবুজ পালক ঘন পত্ররাজির মাঝে একেবারে মিশে যায়। এটি শিকারিদের চোখ এড়িয়ে ফল খুঁজে বেড়ায়।
ইন্ডিয়ান গ্রিন বী-ইটার
এই ক্ষিপ্র পাখিটি ক্ষেত ও বনভূমির সবুজের সঙ্গে একদম মিশে যায়। এর উজ্জ্বল সবুজ পালক চমৎকার ছদ্মবেশ তৈরি করে, ফলে শিকারিরা সহজে দেখতে পায় না।
রেসপ্লেনডেন্ট কুয়েটজাল
এটির উজ্জ্বল সবুজ পালক এবং দীর্ঘ লেজের জন্য এটি বিখ্যাত। মধ্য আমেরিকার মেঘাচ্ছন্ন অরণ্যে এই পাখি মসাচ্ছন্ন গাছপালা ও ঘন সবুজ বনভূমির সঙ্গে নিখুঁতভাবে মিশে যেতে পারে।
গ্রীন ট্যানাজার
দক্ষিণ আমেরিকার রেইনফরেস্টের অধিবাসী এই পাখির উজ্জ্বল সবুজ পালক ঘন চাঁদোয়ার মধ্যে দুর্দান্ত ছদ্মবেশ তৈরি করে, ফলে এটি ফল ও পোকামাকড় খাওয়ার সময় প্রায় অদৃশ্য হয়ে যায়।
গ্রীন ক্যাটবার্ড
অস্ট্রেলিয়ার রেইনফরেস্টে বসবাসকারী এই পাখিটির সবুজ পালক আশেপাশের পাতার সঙ্গে মিশে যায়। এর বিড়ালের মতো ডাক শিকারিদের বিভ্রান্ত করে, যা তাকে আরও ভালোভাবে আড়ালে থাকতে সাহায্য করে।
গ্রেট গ্রীন ম্যাকাও
সবচেয়ে বড় তোতাদের মধ্যে একটি, এই ম্যাকাওয়ের উজ্জ্বল সবুজ পালক গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যের ছাদের সঙ্গে মিশে গিয়ে স্বাভাবিক ছদ্মবেশ তৈরি করে, যা তাকে ফল ও বীজ খোঁজার সময় শিকারিদের দৃষ্টি থেকে বাঁচিয়ে রাখে।
গ্রীন টুরাকো
উজ্জ্বল সবুজ পালক এবং লাল ঝুঁটির জন্য পরিচিত এই আফ্রিকান টুরাকো বৃষ্টিঅরণ্যের মধ্যে একদম হারিয়ে যেতে পারে, যখন এটি গাছের ডালের মধ্যে স্বচ্ছন্দে চলাফেরা করে।
হোয়াইট-চিকড টুরাকো
ইথিওপিয়ার পার্বত্য অঞ্চলে বসবাসকারী এই টুরাকোর সবুজ পালক গাছের শাখা-প্রশাখার সঙ্গে মিশে যায়, ফলে এটি ঘন অরণ্যে নিরাপদে ফল খেতে পারে এবং শিকারিদের হাত থেকে রক্ষা পায়।
রাকিবুল