ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

বিশ্বের সবচেয়ে বড় পোকা ‘গোলিয়াথ’ বিটল বিলুপ্তির পথে!

প্রকাশিত: ২১:২৮, ৮ মার্চ ২০২৫; আপডেট: ২১:৪১, ৮ মার্চ ২০২৫

বিশ্বের সবচেয়ে বড় পোকা ‘গোলিয়াথ’ বিটল বিলুপ্তির পথে!

ছবিঃ সংগৃহীত

নতুন গবেষণায় দেখা গেছে যে আফ্রিকার বিশাল গোলিয়াথ বিটলের এক প্রজাতি পশ্চিম আফ্রিকার কোকো শিল্প এবং কিছুটা হলেও আন্তর্জাতিক শুকানো পোকা বাণিজ্যের কারণে প্রায় বিলুপ্তির পথে চলে গেছে।

আফ্রিকার বিশাল বিটল এখন বিলুপ্তির এক ধাপ সামনে। নতুন গবেষণা জানিয়েছে যে, গোলিয়াথ বিটলের এক প্রজাতি পশ্চিম আফ্রিকার কোকো শিল্পের কারণে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে এবং কিছুটা হলেও আন্তর্জাতিক শুকানো পোকা বাণিজ্যের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টোগোর লোমে বিশ্ববিদ্যালয়ের বায়োস্ট্যাটিস্টিকস এবং ইকোলজি বিভাগের অধ্যাপক লুকা লুইসেল্লি ৩০ বছর ধরে আফ্রিকার বনাঞ্চলের বিপন্ন প্রজাতি নিয়ে গবেষণা করছেন। তিনি ব্যাখ্যা করেন, কীভাবে গোলিয়াথ বিটলকে বাঁচানো সম্ভব।

গোলিয়াথ বিটল (জেনাস: গুলিাথাস) বিশ্বের সবচেয়ে বড় পোকাদের মধ্যে একটি। এর পাঁচটি প্রজাতি রয়েছে। এই বিটলগুলি ১১০ মিমি পর্যন্ত বড় হতে পারে; পুরুষ বিটলের রয়েছে Y-আকৃতির শিং, কিন্তু স্ত্রী বিটলের কোনো শিং নেই। এই বিটলগুলি সিয়েরা লিওন, লাইবেরিয়া, গিনি, কোত দিভোয়ার, ঘানা, বুরকিনা ফাসো, বেনিন, নাইজেরিয়া, ক্যামেরুন, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের বর্ষাতী বনের মধ্যে পাওয়া যায়।

সূত্রঃ দ্যা হিন্দু

ইমরান

×