
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ক্রমশ বাড়লেও হিজড়া জনগোষ্ঠীর ভুক্তভোগিতা ততটা আলোচনায় আসে না, বলে অভিযোগ করেছেন দুইজন হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি। তারা বলছেন, নারীদের প্রতি সহিংসতার পাশাপাশি হিজড়া নারীরাও প্রতিনিয়ত ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন, তবে তাদের কণ্ঠস্বর যথাযথভাবে প্রচার পায় না।
তাদের বক্তব্য অনুযায়ী, দেশের আইনি ব্যবস্থা ধর্ষণের বিচার নিশ্চিতে ব্যর্থ হচ্ছে। অপরাধীরা শাস্তি না পেয়ে বারবার মুক্তি পাচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। তারা বলেন, নারীরাই যখন নিরাপদ নয়, তখন হিজড়া নারীদের অবস্থা আরও ভয়াবহ। তারা সমঅধিকার ও নিরাপত্তার দাবি জানিয়ে বলেন, "আমরাও এই দেশের নাগরিক, আমাদেরও সমান মর্যাদা ও অধিকার থাকা উচিত।"
এছাড়া, নারী ও হিজড়াদের প্রতি সামাজিক বৈষম্যের সমালোচনা করে তারা বলেন, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা এই নিপীড়নকে অব্যাহত রাখছে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়ায়, শিক্ষা ও কাজের ক্ষেত্রেও তাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
সরকারের পরিবর্তন বা রাজনৈতিক পরিবর্তন এলেও নারী ও হিজড়াদের প্রতি সহিংসতা বন্ধের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, অভিযোগ করেন তারা। তাদের দাবি, এই বাস্তবতাকে স্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং সমাজের সকল স্তরে হিজড়া জনগোষ্ঠীর অধিকারের স্বীকৃতি দিতে হবে।
আবীর