ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

মানুষ প্রতি রাতে প্রায় ১৫ মিনিট স্বপ্ন দেখে!

প্রকাশিত: ০০:১১, ৭ মার্চ ২০২৫

মানুষ প্রতি রাতে প্রায় ১৫ মিনিট স্বপ্ন দেখে!

ছবি: সংগৃহীত

স্বপ্ন—একটি রহস্যময় জগৎ, যা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। মানুষ কেন স্বপ্ন দেখে? স্বপ্নের রঙ কেমন? এটি কি তীব্র নীল, লালচে আভাযুক্ত, নাকি পুরনো ফিল্মের ঝাপসা নেগেটিভের মতো ধূসর? আর সব স্বপ্ন কি সত্যি হয়, নাকি এটি শুধুই এক অলীক মায়াজাল?

একজন মানুষ প্রতি রাতে প্রায় ১৫ মিনিট স্বপ্ন দেখে, যদিও আমাদের মনে হয়, সারারাত ধরে আমরা স্বপ্নের রাজ্যে বিচরণ করেছি। গবেষণা বলছে, আমরা কোনো স্বপ্ন তিন মিনিটের বেশি দেখতে পারি না এবং অধিকাংশ স্বপ্নই জাগ্রত অবস্থায় ভুলে যাই। স্বপ্ন নিয়ে নানা তত্ত্ব প্রচলিত। প্রাচীন গ্রিক ও রোমানরা বিশ্বাস করত, স্বপ্নের রয়েছে ঐশ্বরিক শক্তি। মেসোপটেমিয়া সভ্যতার কাদামাটির ক্যাপসুলেও স্বপ্নের বিবরণ পাওয়া যায়। মিশরীয়রা স্বপ্ন লিখে রাখত প্যাপিরাসে, আর তারা মনে করত, ভালো স্বপ্ন আসে দেবতাদের কাছ থেকে, আর দুঃস্বপ্ন আসে অপদেবতার দ্বারা।

ধর্মীয় দৃষ্টিকোণেও স্বপ্ন গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মে স্বপ্নকে আল্লাহর একটি নির্দেশনা হিসেবে দেখা হয়। পবিত্র কোরআনে নবী ইউসুফ (আ.) ও ইব্রাহিম (আ.)-এর ভবিষ্যদ্বাণীমূলক স্বপ্নের উল্লেখ রয়েছে। হিন্দু ধর্মেও স্বপ্নের তাৎপর্য অপরিসীম। গৌতম বুদ্ধের জ্ঞান লাভের পথেও স্বপ্নের ভূমিকা ছিল।

আধুনিক মনোবিজ্ঞানের জনক সিগমুন্ড ফ্রয়েডের মতে, স্বপ্ন অবচেতন মনের ইচ্ছার প্রকাশ। তার মতে, প্রতিটি স্বপ্নের পেছনে একটি মানসিক প্রক্রিয়া কাজ করে—প্রথমত, অবচেতন ইচ্ছার বহিঃপ্রকাশ এবং দ্বিতীয়ত, সেই ইচ্ছাকে বিকৃত করে উপস্থাপন করা। তবে তিনি একপর্যায়ে বুঝতে পারেন, সব স্বপ্নই ইচ্ছাপূরণের বহিঃপ্রকাশ নয়।

গবেষণায় দেখা গেছে, স্বপ্ন পুরুষ ও নারীর ক্ষেত্রে ভিন্ন হতে পারে। পুরুষদের স্বপ্ন তুলনামূলক আক্রমণাত্মক, আর নারীদের স্বপ্ন অনেকটাই কোমল ও সংবেদনশীল। এমনকি পুরুষ ও নারী স্বপ্নে নিজেদের সমলিঙ্গের ব্যক্তিদের ভিন্ন অনুপাতে দেখে থাকেন।

স্বপ্ন শুধুই কল্পনা নয়, অনেক সময় তা বাস্তবেও পরিণত হয়। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, যেখানে স্বপ্ন বাস্তবের সঙ্গে মিলে গেছে। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন একবার স্বপ্নে দেখেছিলেন, হোয়াইট হাউজে একটি কফিন রাখা এবং তাকে বলা হয়, সেটি প্রেসিডেন্টের লাশ। কয়েকদিন পরই আততায়ীর হাতে তিনি নিহত হন!

কিন্তু স্বপ্ন কি সত্যিই ভবিষ্যতের ইঙ্গিত দেয়? নাকি এটি শুধুই মস্তিষ্কের বৈদ্যুতিক প্রণোদনা? বিজ্ঞানীরা মনে করেন, স্বপ্ন হলো মস্তিষ্কের এলোমেলো তথ্য ও স্মৃতির সমন্বয়, যা জাগ্রত অবস্থায় আমরা সচেতনভাবে ভাবতে পারি না। কিন্তু অনেক ক্ষেত্রেই স্বপ্ন মানুষকে নতুন আবিষ্কারের পথ দেখিয়েছে। পল ম্যাকার্টনির জনপ্রিয় গান Yesterday তার স্বপ্ন থেকেই এসেছিল। এমনকি রসায়নবিদ মেন্ডেলিভ স্বপ্নে দেখেই উপাদানের পর্যায়সারণী তৈরি করেছিলেন!

স্বপ্ন কেবল রাত্রিকালীন কল্পনা নয়, এটি মানুষের বেঁচে থাকার প্রেরণা। স্বপ্নই মানুষকে চন্দ্রজয়ে উদ্বুদ্ধ করেছে, স্বপ্নই যুগে যুগে নতুন আবিষ্কারের ভিত্তি গড়ে দিয়েছে। বাস্তবতা কঠিন হলেও, স্বপ্ন মানুষকে এগিয়ে চলার শক্তি দেয়। তাই তো বলা হয়, "মানুষ তার স্বপ্নের সমান নয়, বরং তার চেয়েও বড়!"

ভিডিও দেখুন: https://youtu.be/rKiMYF1Y4HA?si=1589LQ7fLStn3mHW

এম.কে.

×