
ছবি: সংগৃহীত।
বিশ্বজুড়ে প্রায় সব দেশেই নাগরিকদের আয় থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কর (ট্যাক্স) দিতে হয়। এই কর ব্যবস্থা দেশগুলোর অবকাঠামো উন্নয়ন, জনসেবা এবং অন্যান্য সরকারি ব্যয়ের জন্য অপরিহার্য। তবে কিছু দেশ রয়েছে যেখানে ব্যক্তিগত আয়ের উপর এক টাকাও কর দিতে হয় না! হ্যাঁ, ঠিকই শুনছেন। এসব দেশ তাদের অর্থনৈতিক নীতির কারণে আয়কর মুক্ত সুবিধা প্রদান করে, যা অনেকের কাছেই স্বপ্নের মতো শোনাতে পারে। এই প্রতিবেদনে আমরা জানব সেই দেশগুলোর নাম এবং তারা কীভাবে কর ব্যবস্থা ছাড়াই তাদের অর্থনীতি পরিচালনা করে।
যে দেশগুলোতে ব্যক্তিগত আয়কর নেই
১. সংযুক্ত আরব আমিরাত (UAE)
সংযুক্ত আরব আমিরাত মূলত তেলসমৃদ্ধ অর্থনীতির উপর নির্ভরশীল। দেশটির সরকার তেলের রাজস্ব এবং পর্যটন শিল্পের মাধ্যমে আয় সংগ্রহ করে। ফলে নাগরিক ও প্রবাসীদের ব্যক্তিগত আয় থেকে কোনো কর দিতে হয় না।
২. সৌদি আরব
মধ্যপ্রাচ্যের আরেকটি ধনী দেশ সৌদি আরব। এখানে মূলত তেলসম্পদের ওপর নির্ভর করে অর্থনীতি গড়ে উঠেছে। দেশটির সরকার কোনো ব্যক্তিগত আয়কর ধার্য করে না, বরং ভ্যাট ও অন্যান্য শুল্কের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করে।
৩. কাতার
কাতারও তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির কারণে অত্যন্ত ধনী দেশ। এখানে প্রবাসী ও নাগরিকদের ব্যক্তিগত আয় থেকে কোনো কর কাটা হয় না, যা দেশটিকে বিদেশি শ্রমিকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে।
৪. বাহরাইন
বাহরাইনেও ব্যক্তিগত আয়কর নেই। দেশটি ব্যাংকিং ও আর্থিক পরিষেবা খাতের উপর নির্ভরশীল।
৫. কুয়েত
তেলসমৃদ্ধ কুয়েত সরকার জনগণের উপর কোনো আয়কর আরোপ করে না। তবে ব্যবসার ওপর নির্দিষ্ট কিছু কর রয়েছে।
৬. ব্রুনাই
দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট দেশ ব্রুনাই সম্পূর্ণভাবে তেল ও গ্যাস শিল্পের ওপর নির্ভরশীল। এখানেও ব্যক্তিগত আয়কর দিতে হয় না।
৭. বাহামা
ক্যারিবীয় অঞ্চলের এই দেশটি পর্যটন ও অফশোর ব্যাংকিং ব্যবসার জন্য বিখ্যাত। এখানে ব্যক্তিগত আয়কর নেই এবং সরকার মূলত পর্যটন খাত থেকে রাজস্ব সংগ্রহ করে।
৮. মোনাকো
ইউরোপের অন্যতম বিলাসবহুল দেশ মোনাকো ব্যক্তিগত আয়করমুক্ত। দেশটি ক্যাসিনো, পর্যটন ও আর্থিক পরিষেবার মাধ্যমে অর্থনীতি পরিচালনা করে।
৯. কেম্যান আইল্যান্ডস
এই ব্রিটিশ অধীনস্থ অঞ্চলটি ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত। এখানে ব্যক্তি ও ব্যবসার উপর কোনো আয়কর নেই, যা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সুবিধাজনক।
১০. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
এই ক্যারিবীয় দেশটিতে নাগরিকদের ব্যক্তিগত আয়ের উপর কর নেই এবং এখানে অর্থনৈতিক নাগরিকত্বের সুযোগও রয়েছে।
করমুক্ত দেশগুলোর অর্থনীতি কীভাবে চলে?
এই দেশগুলো মূলত তেল, পর্যটন, ব্যাংকিং, এবং অফশোর কোম্পানির ওপর নির্ভরশীল। তেলের রাজস্ব, ভ্যাট, আমদানি শুল্ক, ক্যাসিনো ট্যাক্স, এবং বিভিন্ন সরকারি পরিষেবার ফি থেকেই তারা তাদের বাজেট পরিচালনা করে।
যদিও এসব দেশে ব্যক্তিগত আয়কর নেই, তবুও নাগরিকদের জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে বেশি হতে পারে। এছাড়া কিছু দেশে ভ্যাট এবং অন্যান্য পরোক্ষ কর বসানো হয়। তবে যারা করমুক্ত জীবনযাপন করতে চান, তাদের জন্য এই দেশগুলো হতে পারে আদর্শ গন্তব্য।
নুসরাত