
ছবি : সংগৃহীত
চাবি ছাড়া তালা খোলার উপায় জানে একমাত্র মিস্ত্রি আর চোর। তবে মিস্ত্রি বা চোর না হয়েও তালা খুলতে পারবেন আপনি। তালা খোলার জন্য প্রয়োজন কিছু অভিনব টেকনিক জানা।
ধরুন আপনার বাড়ির পুরনো ট্রাঙ্কে প্রয়োজনীয় জিনিসপত্র আছে, হঠাৎ সেসবের দরকার পড়েছে। কিন্তু সেই বাক্সের চাবি খুঁজে পাচ্ছেন না বা হারিয়ে ফেলেছেন। কিন্তু বাক্সে থাকা জিনিসপত্র ভীষণ জরুরি। হাতের কাছে কোনো মিস্ত্রিও নাই। এখন তালা ভেঙে ফেলা ছাড়া আর উপায় থাকে না। কিন্তু সেটা করলে তালাটাই অকেজো হয়ে যায়। তবে সেসব করার দরকার নেই। চাবি না থাকলেও খুলবে তালা। হ্যাঁ চাবি ছাড়াই খুলবে তালা। শুধু প্রয়োজন একটি দেশলাই কাঠি। এই কাঠি দিয়েই অভিনব উপায়ে খুলে ফেলতে পারেন তালা। কিছু কৌশল এজন্য অনুসরণ করতে হবে।
চলুন শিখে নি সেই ৬টি কৌশল :
১) প্রথমেই দেশলাই কাঠিগুলোর ডগা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে বারুদসহ একটি কাঠি রেখে দিতে হবে। পরে কাজে লাগবে।
২) ছাড়িয়ে নেওয়ার পরে বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে।
৩) কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে। এ বার চাবি ঢোকানোর ওই গর্তে আস্ত দেশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। দেশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।
৪) গোটা দেশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নীচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভেতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।
৫) এই সময়ে হাল্কা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে। তাই একটু দূরত্ব বজায় রাখতে হবে।
৬) এরপরেই তালা খুলে যাবে।
চাবি হারিয়ে ফেললে ঘাবড়ে না গিয়ে, এই পদ্ধতিতে তালা খুলে ফেলুন সহজেই। সঠিকভাবে অনুসরণ করলে আশাবাদী তালা খুলে যাবে।
শুভ