ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ভূতুড়ে দ্বীপ হাশিমা: এক অন্ধকার ইতিহাসের সাক্ষী

প্রকাশিত: ১৩:০০, ৫ মার্চ ২০২৫; আপডেট: ১৩:৪৬, ৫ মার্চ ২০২৫

ভূতুড়ে দ্বীপ হাশিমা: এক অন্ধকার ইতিহাসের সাক্ষী

জেমস বন্ডের Skyfall সিনেমায় রাউল চরিত্রের রহস্যময় দ্বীপটি বাস্তবেও আছে। এটি জাপানের হাশিমা দ্বীপ, যা গুনকানজিমা বা যুদ্ধজাহাজ দ্বীপ নামেও পরিচিত। দূর থেকে এটি সামরিক জাহাজের মতো দেখায়, কিন্তু বাস্তবে এটি এক পরিত্যক্ত, ভূতুড়ে দ্বীপ।

নাগাসাকি থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ একসময় জনবহুল ছিল। ১৮১০ সালে এখানে উন্নতমানের কয়লার সন্ধান মেলে, ১৮৯০ সালে মিৎসুবিশি সংস্থা দ্বীপটি কিনে কয়লা খনি ও বসতি গড়ে তোলে। ১৯৫৯ সালে দ্বীপটির জনসংখ্যা ৫,০০০ ছাড়িয়ে যায়, যেখানে ১০ তলা ভবন, হাসপাতাল, সুইমিং পুল, ক্লাব ও সিনেমা হল ছিল।তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীন ও দক্ষিণ কোরিয়ার বন্দিদের দিয়ে এখানে কঠোর পরিশ্রম করানো হতো। ১৯৬০-এর দশকে জাপানে কয়লার পরিবর্তে পেট্রোলিয়াম ব্যবহৃত হতে শুরু করলে ১৯৭৪ সালে হাশিমা পরিত্যক্ত হয়ে যায়।

২০০৯ সালে পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করা হয় এবং ২০১৫ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। এরপর সংরক্ষণ কার্যক্রম শুরু হলেও দ্বীপের ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়ে আছে, অতীতের নিষ্ঠুর বাস্তবতার সাক্ষী হয়ে।

রাজু

×