ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

যে বাবা মা কে ভাত দেয় না, সে থাকবে জেলখানায়

প্রকাশিত: ০৭:৫৬, ১ মার্চ ২০২৫

যে বাবা মা কে ভাত দেয় না, সে থাকবে জেলখানায়

ছবি:সংগৃহীত

লালমনিরহাট সদর থানার ওসি জনসম্মুখে বলেন, “গত ১ মাস হলো আমি লালমনিরহাট সদর থানায় যোগদান করেছি। আমার থানায় মামলা করতে কোনো নেতার বা টাকার প্রয়োজন নেই। আমি আপনাদের সেবক, আমাকে স্যার বলতে হবে না।

 

 

 

 

বাড়িতে কাজের মেয়েকে বেতন দেন, ঠিক তেমনই আমাদের মতো সরকারি অফিসারদেরও বেতন দেওয়া হয়। আপনাদের প্রশ্ন, তাহলে মালিক কে? আমি তো কর্মচারী। আমি এখানে আপনাদের সেবা করতে এসেছি। যদি কেউ বলেন, মামলা করতে টাকা লাগে, তবে সরাসরি আমাকে জানাবেন। আর যে বাবা মা কে ভাত দেয় না, এমন সন্তান থাকবে জেলখানায়।”

আঁখি

×