ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সমুদ্রের নিচে বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের সন্ধান! 

প্রকাশিত: ২২:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সমুদ্রের নিচে বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের সন্ধান! 

ছবি: সংগৃহীত

ডেনমার্ক প্রণালির আইসল্যান্ড-গ্রিনল্যান্ডের মধ্যে থাকা ডুবো চ্যানেলে পাওয়া গেছে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত। তবে এই বিশাল জলপ্রপাতটি সরাসরি ভূপৃষ্ঠ থেকে দেখা যায় না। এটি সমুদ্রের তলদেশে গঠিত হয়েছে এবং বিজ্ঞানীদের মতে, এটি প্রায় ১৭,৫০০ থেকে ১১,৫০০ বছর পুরোনো।  

গবেষকদের মতে, এই জলপ্রপাতের গভীরতা প্রায় সাড়ে ১১ হাজার ফুট। এটি ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাতের (৩,২১২ ফুট) চেয়েও কয়েকগুণ বেশি গভীর। সমুদ্রের নিচে এত বিশাল একটি জলপ্রপাতের অস্তিত্ব আবিষ্কার বিজ্ঞানীদের জন্য এক বিরল ঘটনা।  

স্পেনের বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনা সানচেজ ভিদাল জানান, এই জলপ্রপাতের প্রভাব সরাসরি দৃশ্যমান না হলেও সমুদ্রের তাপমাত্রা ও লবণাক্ততা পরিবর্তনের মাধ্যমে এর অস্তিত্ব শনাক্ত করা সম্ভব। বিজ্ঞানীরা বলছেন, এটি প্রায় ৩০০ মাইল জুড়ে বিস্তৃত এবং গভীর সমুদ্রের স্রোত ও তাপ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  

যুক্তরাজ্যের ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারের গবেষণা অনুযায়ী, এই জলপ্রপাতে প্রতি সেকেন্ডে ১.৬ ফুট বেগে জল প্রবাহিত হয়। যদিও এটি নায়াগ্রা জলপ্রপাতের প্রতি সেকেন্ডে ১০০ ফুট জলের গতির তুলনায় কম, তবে এটি আয়তনে এবং গভীরতায় বিশ্বের অন্যান্য জলপ্রপাতের চেয়ে অনেক বড়।  
 

শিলা ইসলাম

×