ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ডাক্তার থেকে রেণুপোনা ব্যবসায়ী: আসিফ সৈকতের সঙ্গে এক মজার কাণ্ড!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৮:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৮:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ডাক্তার থেকে রেণুপোনা ব্যবসায়ী: আসিফ সৈকতের সঙ্গে এক মজার কাণ্ড!

ছবিঃ আসিফ সৈকত

সাম্প্রতিক সময়ে ডাক্তার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকতের সঙ্গে ঘটেছে এক মজার কান্ড। কে বা কারা তার ফোন নম্বর "মাছের পোনা বিক্রি" গ্রুপে শেয়ার করে তাকে একদিনের জন্য রেণুপোনা ব্যবসায়ী বানিয়ে ফেলেছে!

এই ঘটনার পর, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক মজার স্ট্যাটাস দিয়ে জানান, "যারা আমার নম্বর মাছের পোনা বিক্রির গ্রুপে দিয়ে আমাকে রেণুপোনা বিক্রেতা বানাইলা, দিনের মধ্যে সাতটা কল হুদাই রিসিভ করাইলা—তারা বহুত বড় মাপের ক্রিয়েটিভ শতান!"

 

যদিও এই কাজটি তাকে বেশ বিরক্ত করেছে, তবে আসিফ সৈকত এটিকে এক ধরনের "প্রোডাক্টিভ ক্রিয়েটিভিটি" হিসেবেও দেখছেন। তিনি বলেন, "কাজটা ভালো না করলেও বুদ্ধিটার প্রোডাক্টিভিটি আছে!"—অর্থাৎ, যিনি এটি করেছেন, তার চিন্তার ধরণ বেশ ইউনিক!

নেটিজেনদের প্রতিক্রিয়া

এই স্ট্যাটাসের পরেই ফেসবুকে হাসির বন্যা বয়ে যায়। কেউ বলেন, "স্যার, তাহলে এখন থেকে কি রেণুপোনার ডেলিভারি পাবো?"

অবশেষে, তিনি সতর্ক করে দেন, "এরাম শয়তানী আর কইরোনা, এডি ঠিক না!"—অর্থাৎ, মজা করাটা একটা পর্যায় পর্যন্ত ঠিক আছে, তবে অন্যকে অস্বস্তিতে ফেলার মতো মজার দরকার নেই!

এই ঘটনা প্রমাণ করে, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় জনপ্রিয় ব্যক্তিদের নিয়ে মজার ছলে নানা ধরনের কান্ড ঘটতেই পারে! তবে, জেনে-বুঝে সীমারেখা বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জাফরান

×