ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

ডেটিং অ্যাপে প্রতারণার ঝুঁকি বাড়ছে : সতর্ক থাকুন

প্রকাশিত: ১৬:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ডেটিং অ্যাপে প্রতারণার ঝুঁকি বাড়ছে : সতর্ক থাকুন

ছ‌বি: সংগ্রহীত

ডেটিং অ্যাপ এখন শুধু নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার মাধ্যম নয়, এটি প্রতারণার মঞ্চেও পরিণত হয়েছে। ভারতের দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, পুনে এবং হায়দ্রাবাদের মতো শহরগুলোতে এ ধরনের প্রতারণার ঘটনা বাড়ছে।

গত বছর আগস্টে মুম্বাইয়ের অরুণ নামক এক ব্যক্তি ৭৩,০০০ রুপি হারান, যখন ডেটিং অ্যাপে পরিচিত এক মেয়ে তাকে ক্লাবে নিয়ে যায়, দামি অ্যালকোহল অর্ডার করে এবং বিল আসার আগেই উধাও হয়ে যায়। দিল্লির এক সিভিল সার্ভিস পরীক্ষার্থীও একই রকম পরিস্থিতির শিকার হয়ে ১.২১ লাখ রুপি দিতে বাধ্য হন।

প্রতারণার কৌশল:
১. ভুয়া প্রোফাইল: চুরি করা ছবি এবং মিথ্যে গল্প দিয়ে বিশ্বাস অর্জন করা।
২. নিজেদের পছন্দের জায়গায় দেখা করা: যেখানে প্রতারকদের সাথে জায়গার মালিকদের যোগসাজশ থাকে।
৩. অতিরিক্ত বিল: দামি খাবার ও পানীয় অর্ডার করে অদৃশ্য হয়ে যাওয়া।
৪. অর্থ ভাগাভাগি: প্রতারক এবং রেস্টুরেন্ট একসাথে লভ্যাংশ ভাগ করে।

অন্যান্য ধরণের প্রতারণা:

মিথ্যা ঘনিষ্ঠতা: বিশ্বাস অর্জন করে অর্থের জন্য চাপ প্রয়োগ।

নির্জন জায়গায় দেখা: নির্জন জায়গায় নিয়ে গিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়।

ভুয়া বিনিয়োগ: লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া।


নিজেকে নিরাপদ রাখার উপায়:

প্রথমবার দেখা করার সময় জনবহুল এবং নিরাপদ স্থানে যান। যার সাথে দেখা করবেন তার প্রোফাইল যাচাই করুন এবং রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করুন। নতুন পরিচিতদের সাথে কোনো আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। সমস্ত কথোপকথনের রেকর্ড সংরক্ষণ করুন এবং সন্দেহজনক কিছু ঘটলে পুলিশকে জানান।


আইনি ব্যবস্থা:

প্রাথমিকভাবে কাছের থানায় অভিযোগ করতে পারেন। হটলাইন নম্বর ৯৯৯–এ ফোন করেও অভিযোগ করা যাবে। সাইবার পুলিশ সেন্টার, সিআইডি, ফোন: ০১৩২০০১০১৪৮। ওয়েব পেজ ঠিকানা https://cid.gov.bd/ ই-মেইল: [email protected]

ডেটিং অ্যাপে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে, তাই সতর্ক থাকুন এবং সচেতন থাকুন।

 

তথ্যসূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

আবীর

×