ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

আমারে কাছে সব রংয়ের, সব ফ্লেভারের বউই আছে আলহামদুলিল্লাহ: শল্যচিকিৎসক নূর উদ্দিন

প্রকাশিত: ১৬:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৩৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আমারে কাছে সব রংয়ের, সব ফ্লেভারের বউই আছে আলহামদুলিল্লাহ: শল্যচিকিৎসক নূর উদ্দিন

ছবি : সংগৃহীত

একই ছাদের নিয়ে চার বউকে নিয়ে সুখে সংসার কাটাচ্ছেন ৪৪ বছর বয়সী চট্টগ্রামের হালিশহরের নূর উদ্দিন। যতদিন বেশি সন্তান, তত বেশি মঙ্গল বলে মনে করা এই ব্যক্তি বলেন, "আমারে কাছে সব রংয়ের, সব ফ্লেভারের বউই আছে, আলহামদুলিল্লাহ।"

নবীর সুন্নত ও ইসলামের বিধান মেনে চারজন স্ত্রী ও সাতজন সন্তান নিয়ে বেশ সুখেই যাচ্ছে তার দাম্পত্য জীবন।

সাত সন্তানের জনক তার প্রতিটি সন্তানকে বড় আলেম ও হাফেজ বানাতে চেয়ে তিনি বলেন, 'একাধিক বিয়ে বরকত, একদিন সন্তানও বরকত। আমার প্রত্যেকটি সন্তান হযরত ওমর ফারুক (র.) এর মতো হবে, হযরত আবু বকরের মতো হবে, ওসমানের মতো হবে।'

আল্লাহ-রসুলের সুন্নাহকে বাস্তবায়নের উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কমপক্ষে ২০ জন সন্তান নেয়ার ইচ্ছা তার।

পেশায় শল্যচিকিৎসক এই ব্যক্তি প্রত্যেক স্ত্রীর সম্মতি নিয়ে একাধিক বিয়ে করেছেন বলে জানান। ২০১২ সালের করেন প্রথম বিয়ে। এর পর ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বাকি বিয়ে ৩টি করেন তিনি।

নিজের কোন বউকে কত টাকা দেনমোহর দিয়েছেন, কার বাড়ি কোথায়, তা হাসিমুখে বর্ণনা করেন এই মাওলানা বলেন, "আমার প্রথম বিয়ে কক্সবাজারে, দেনমোহর ছিল ৫০ হাজার টাকা। দ্বিতীয় বিয়ে শরীয়তপুরে, উনি বিধবা, দেনমোহর ১৫ হাজার টাকা। তৃতীয় বিবাহ কিশোরগঞ্জ, ওখানে দেনমোহর ৫ হাজার টাকা। চতুর্থ বিবাহ করছি কুমিল্লায়, দেনমোহর ৫০ হাজার টাকা। সবার দেনমোহর আমি নগদ পরিশোধ করেছি, আলহামদুলিল্লাহ।"

তার এক স্ত্রী জানান, কুমারী হিসেবে তার অনেকে ভালো ভালো বিয়ে প্রস্তাব আসছিলো। কিন্তু দ্বীনের জন্য, পর্দা করার জন্য তিনি নূর উদ্দিনকে বিয়ে করেছেন।

ফেসবুকে তাদের পরিচয় হয় জানিয়ে আরও বলেন, "ওনার তৃতীয় স্ত্রী ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল। সেটা দেখে আমি তাদের সাথে যোগাযোগ করি। পরে ওনার তিন স্ত্রী এসে আমাকে দেখে পছন্দ করে। পরে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়।"

বর্তমান পরিস্থিতেতে দেশের তরুণ প্রজন্মকে অশ্লীলতা থেকে দূরে আনতে বিয়ে অন্যতম মাধ্যম এবং সেই সাথে সমাজের অবহেলিত নির্যাতিত নারীদের আশ্রয় দিতে ইসলামী সুন্নাহ অনুযায়ী একাধিক বিয়ে সুন্দর সমাজ গড়তে ভূমিকা পালন করবে বলে জানান নূর উদ্দিন।

 

তথ্যসূত্র : https://tinyurl.com/98wap9zp

রাকিব

×