ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

শিশুর গায়ে হাত তোলেন কেন? প্যারেন্টিং টিপস....

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:০১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

শিশুর গায়ে হাত তোলেন কেন? প্যারেন্টিং টিপস....

বাচ্চারা যখন ভুল করে বা অন্যায় করে ফেলে, তখন সেটা দেখে প্রচন্ড রাগ থেকে অনেক সময় বাবা-মা তাদের গায়ে হাত তুলে ফেলে। 
তবে, গায়ে হাত তুললেই যে শিশুরা মানুষ হবে এমনটা ঠিক নয়। এটা নির্ভর করে পজিটিভ প্যারেন্টিং এর ওপরে। প্যারেন্টিং যদি ভালো হয়, পারিপার্শ্বিক অবস্থা যদি ভালো হয়, সেক্ষেত্রে দেখা যায়, গায়ে হাত না তুলেও বাচ্চাকে ভালোভাবে মানুষ করা সম্ভব। 
বাচ্চাদের কর্মকান্ডে যদি অনেক রাগ হয়, তাহলে নিজেকে শান্ত করে রাখা প্রয়োজন। তারা যেই ভুল কাজটা করেছে, সেটা একটা প্রাথমিক উৎস। আর তার গায়ে যদি হাত তোলা হয় সেটা হবে বাবা-মায়ের রাগ থেকে করা প্রতিক্রিয়া। 
এর প্রতিকারও আছে। শিশুরা যখন কোনো অন্যায় কাজ করে ফেলে, তখন বাবা-মায়ের উচিৎ কিছু সময় নিজেকে শান্ত করে চিন্তা করা যে বাচ্চা যে ভুল কাজটা করেছে তার জন্য আমি কি তার গায়ে হাত তুলবো? নাকি আমার রাগ উঠেছে সে কারণে গায়ে হাত তুলবো?

মুমু

×