ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

যেসব পাখি মাংস খায়!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

যেসব পাখি মাংস খায়!

ছবি: সংগৃহীত

পাখি শস্যদানা খায়, ফল খায়। তাদের ঠোঁট, সুন্দর রং এবং উড়ে চলা দেখতে একেবারে মনোমুগ্ধকর। কখনো শুনেছেন পাখি মাংস খায়? চলুন জেনে আসি এমন কিছু পাখির কথা যারা মাংস খায়।

ঈগল

শিকারি পাখিদের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী পাখি হলো ঈগল। তাদের মাংস এবং মাংসাশী খাবারের প্রতি আগ্রহ আছে। তাদের তীক্ষ্ণ পাখনা এবং বাঁকা ঠোঁট দিয়ে তারা তাদের শিকারের মাংস ধরে, ছিঁড়ে খায়।

হক পাখি

আরেকটি শিকারি পাখি যারা প্রাণীর মাংস খায় তারা হলো হক। তারা তাদের দ্রুত গতির জন্য পরিচিত। তারা তাদের শিকার লক্ষ করে তৎক্ষণাৎ তড়িৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে শিকার ধরতে এবং মাংস ছিঁড়ে খেতে সক্ষম।

পেঁচা

পেঁচা মূলত রাত্রিকালীন শিকারি এবং সাধারণত দিনের বেলায় তাদের দেখা যায় না। রাতে তাদের চমৎকার দৃষ্টিশক্তির কারণে অজ্ঞাত শিকারদের সন্ধান করে এবং অন্ধকারে তাদের ধরতে সক্ষম হয়। ইঁদুর, পোকামাকড় এবং এমনকি ছোট পাখিও তাদের খাদ্য।

বাজপাখি

বাজপাখিও শিকার করে এবং প্রাণীর মাংস খায়। তারা বিশ্বের অন্যতম দ্রুততম প্রাণী। তারা আকাশেও তাদের শিকার ধরতে সক্ষম।

হারিয়ার

হারিয়ারের পেঁচার মত মুখ থাকে। তাদের উজ্জ্বল চোখ এবং গোলাকার মাথা এবং দ্রুত গতির কারণে তারা সহজেই শিকারের উপর আক্রমণ করতে পারে। তারা সরীসৃপ এবং ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে ও তাদের তীক্ষ্ণ নখ দিয়ে শিকারের মাংস ছিঁড়ে দেয়।

সার্পেন্ট ঈগল

এই পাখি বিপজ্জনক সাপও শিকার করে থাকে। তাদের শক্তিশালী পা এবং বাঁকা পাখনা থাকে, যা তাদের শিকার ধরতে এবং তাদের চেপে ধরতে সাহায্য করে।

এমটি

×