ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

হঠাৎ ‘কেয়ামত মাছ’ উঠে আসছে সমুদ্র সৈকতে, এটা কি ধ্বংসের বার্তা?

প্রকাশিত: ১০:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

হঠাৎ ‘কেয়ামত মাছ’ উঠে আসছে সমুদ্র সৈকতে, এটা কি ধ্বংসের বার্তা?

ছবি: সংগৃহীত।

বিশ্বের বিভিন্ন স্থানে সামুদ্রিক জীবজন্তুর অস্বাভাবিক আচরণ কখনো কখনো প্রকৃতির ভয়াবহ পরিবর্তনের পূর্বাভাস হিসেবে ধরা হয়। সম্প্রতি, মেক্সিকো সমুদ্র সৈকতে একটি ডোমস্টেপ ফিশ বা কেয়ামত মাছ ভেসে উঠেছে, যা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই মাছের উপস্থিতি সৃষ্টির রহস্য এবং পৌরাণিক কাহিনীর সঙ্গে সম্পর্কিত হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্র সৈকতে এই ধরনের গভীর সমুদ্রের মাছ ভেসে আসা সাধারণত এক ধরনের অশুভ সংকেত হতে পারে। জাপানি পৌরাণিক কাহিনীতে, বিশেষ করে অ্যাটলাস অবস্কুডার অনুযায়ী, ওরফিশ নামক মাছ যদি উপকূলের অগভীর পানিতে ভেসে আসে, তা ভূমিকম্প বা সুনামির পূর্ব সংকেত হিসেবে গণ্য করা হয়। ২০১১ সালের মার্চ মাসে জাপানে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামি সংঘটিত হওয়ার আগেও উপকূলে একাধিক ওরফিশ ভেসে উঠেছিল, যা তখনকার বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

গেল ১০ ফেব্রুয়ারি, মেক্সিকো সমুদ্র সৈকতে দেখা গেছে একটি ডোমস্টেপ ফিশ বা কেয়ামত মাছ। এই মাছটি দেখতে একেবারে চকচকে লোহার চাবুকের মতো, যার উপর কমলা রঙের পাকনা বসানো। মাছটি দেখতে অরফিস নামে পরিচিত, যা এক ধরনের রুপালী রঙের ছিপচিপে মাছ, এবং এটি সাধারণত গভীর সমুদ্রের মেসোপ্যালাজিক অঞ্চলে বসবাস করে। সূর্যের আলো সেখানে পৌঁছাতে পারে না, তাই এটি খুব কম সময় সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি দেখা যায়।

এমন মাছের আকস্মিক উপকূলে উঠে আসা মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে যখন এটি পৌরাণিক কাহিনীর সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে। ডোমস্টেপ ফিশ বা কেয়ামত মাছ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে জাপানে প্রলয়ঙ্করী ভূমিকম্পের আগে দেশটির উপকূলে প্রায় ২০টি অরফিস মাছ ভেসে উঠেছিল। এবার মেক্সিকো সৈকতে এ ধরনের ঘটনা ঘটার পর ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণীর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

পৃথিবীজুড়ে এমন অস্বাভাবিক ঘটনা প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস হতে পারে, এমন ধারণা আরও শক্তিশালী হচ্ছে। তবে, বিজ্ঞানীরা এখনও এই ঘটনাগুলোর যথার্থতা নিয়ে গবেষণা চালাচ্ছেন।

সূত্র: https://www.youtube.com/watch?v=DpTqxjgzxuY&ab_channel=KalbelaWorld

নুসরাত

×