ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

একুশের কবিতা

আল মাহমুদের

প্রকাশিত: ২৩:৫০, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আল মাহমুদের

.

ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?
বরকতের রক্ত।

হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে!

প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।

চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে?

পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।

প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।

*

একুশে তাৎপর্য
সুজন দাশ

রক্তে রাঙানো একুশের দিন
বুকের গভীরে আছে অমলিন
চেতনায় কাছে ডাকে,
একুশ আমার জাতির গর্ব
বিভেদ কালিমা ঢাকে।

একুশের মূলে ছিল গভীরতা
হাত ধরে তার আসে স্বাধীনতা
পেয়েছি নূতন দেশ,
একুশ জাগায় আশার হৃদয়ে
সম্ভাবনার রেশ।

জাতিসত্তা ও শিকড়ের টানে
একুশ সবারে একসাথে আনে
দেখায় পথের দিশা,
বিপ্লবে দেয় প্রেরণার সুর
হটে যায় অমানিশা।

শহীদ স্মৃতির গৌরব মেখে
রুখি অন্যায় কালো দিই ঢেকে
শুভবোধে জেগে উঠি,
অন্তরে পাই বল ও সাহস
মহৎ আলোকে ফুটি।
*


এই ভাষাতেই
উৎপলকান্তি বড়ুয়া

আমার ভাষা বাংলা ভাষা, বাংলা আমার প্রাণ
গোলাপ টগর হাসনাহেনা গন্ধরাজের ঘ্রাণ।
আমার ভাষা মনের ভাষা গানের অতুল সুর
এই ভাষাতেই প্রকাশ করি আনন্দ ঝুরঝুর।

আমার ভাষায় শিখি, আমার বর্ণমালায় সুখ
হেসে খেলে এই ভাষাতেই গর্বে ফুলাই বুক।
আমার ভাষায় খোকার মুখে ফোটা প্রথম বুলি
খোলা সবুজ মাঠে মজার হা-ডু-ডু ডাংগুলি।

আমার ভাষা বাংলা, আমি বাংলাতে গান গাই
চলার পথে তাল মাত্রা ছন্দ খুঁজে পাই।
আমার ভাষা বাংলায় আমি রোজই পড়ি শিখি
সূর্য ছড়ায় বাংলা ভাষায় রৌদ্র ঝিকিমিকি।

আমার ভাষায় কথা বলে পুরাই মনের সাধ
এই না ভাষার সুখে ভাঙে অবাধ খুশির বাঁধ।
আমার ভাষা বাংলা ভাষা, জীবনের রঙতুলি
আমার ভাষার জন্য খোকা বুক পেতে নেয় গুলি।

আমার ভাষা শোকের-সুখের বীর শহীদি তাজ
আমার ভাষার মাথা উঁচু বিশ্বসভায় আজ।


*

খোকন সোনা
মাসুম হাসান

হাঁটি হাঁটি পা পা
খোকন ডাকে বাবা,
মাকে ডাকে মুম মুম
চোখেমুখে চুমু এঁকে-
মার কোলে দেয় ঘুম।

খেলনা হাতি, টাট্টুঘোড়া
রেলগাড়িটা পেলে-
খোকন কাটায় খেলে।

খেতে করে তান্না
দেয় জুড়ে দেয় কান্না
মা বলে- ‘নে খেয়ে নে
হীরা-চুনি-পান্না।’

খোকন সোনা টুনটুনি
চায় খেতে চায় ভুনভুনি
হাসতে থাকে নাচতে থাকে-
বাজিয়ে হাতে ঝুনঝুনি।

×