ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

দৈনিক জনকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫

দৈনিক জনকণ্ঠের  প্রতিষ্ঠাবার্ষিকী  পালিত

দৈনিক জনকণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনকণ্ঠ ভবনে দোয়া ও মোনাজাত করেন সাংবাদিক কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের স্বনামধন্য জাতীয় সংবাদপত্র দৈনিক জনকণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর নিউ ইস্কাটনে জনকণ্ঠ ভবনে শতাধিক সংবাদকর্মীর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে রূপ নেয়। সময় পত্রিকাটির সমৃদ্ধি কামনায় পবিত্র কুরআন পাঠ বিশেষ দোয়া করা হয়। সবশেষে কেক কেটে উদযাপন করেন সংবাদকর্মীরা। সময় বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

দেশপ্রেমের চেতনা ধারণ করে ভাষা শহীদদের স্মরণের মাস ফেব্রুয়ারির একুশ তারিখেই সংবাদপত্রের প্রকাশনা শুরু হয়। ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি যাত্রা শুরু থেকে আজ পর্যন্ত আর পেছন ফিরে তাকাতে হয়নি। দৈনিক জনকণ্ঠ হয়ে উঠেছে প্রকৃত অর্থেই জনগণের কণ্ঠ। দুর্নীতি-অন্যায়-অবিচার, নির্যাতন-নিপীড়ন, অসত্য অধিকার হরণের বিরুদ্ধে সংগ্রামে জনগণের ঝলসে ওঠার শাণিত হাতিয়ার হয়ে উঠেছে জনকণ্ঠ যুগে যুগে। সকল শ্রেণি, পেশা, গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের দুঃখ-দুর্দশা, সমস্যা-সংকট, চাহিদা-ফরিয়াদ সততার সঙ্গে প্রতিফলিত হয়েছে এই সংবাদপত্রে।

শুক্রবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতে বিশেষ দোয়ায় জনকণ্ঠ পরিবার জনকণ্ঠের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করে। সময় উপস্থিত বিভাগীয় প্রধানরা বাংলাদেশের সংবাদপত্র জগতে তার নাম উজ্জ্বল কর্মযজ্ঞের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তার আকস্মিক মৃত্যুর পর পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান সম্পাদক শামীমা খানের কর্মপরিকল্পনা বাস্তবায়ন সৃজনশীল প্রয়াসের গল্প তুলে ধরেন তারা। সময় পত্রিকাটির সমৃদ্ধি কামনা করা হয়।

×