ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বিক্রি হবে সূর্যের আলো! মার্কিন স্টার্টআপ কোম্পানির ভাবনা

প্রকাশিত: ১১:১১, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০২৫

বিক্রি হবে সূর্যের আলো! মার্কিন স্টার্টআপ কোম্পানির ভাবনা

ছবি: সংগৃহীত

সূর্যের অস্তিত্ব মানেই দিনের বেলা। তবে এই ধারণায় পরিবর্তন আনতে চলেছেন একটি মার্কিন কোম্পানি। জীবনযাত্রাকে সহজ করার জন্য পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে রাতেও পাওয়া যাবে সূর্যর আলো, এমনটাই দাবি কোম্পানিটির। এই সংবাদে রীতিমতো অবাক সাধারন মানুষ।

রিফ্লেক্ট অরবিটালস নামক একটি সংস্থা জনমনে এই ধারণা নিয়ে কৌতুহল সৃষ্টি করেছে। সবার মনে প্রশ্ন কীভাবে এই অসাধ্য সাধন করবে যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার সংস্থাটি। জানা যায় সংস্থাটি স্যাটেলাইটের মাধ্যমে বিশাল বিশাল আয়না স্থাপন করবে, সেখানে প্রতিফলিত সূর্যের আলোই পাঠানো হবে পৃথিবীর দিকে। সেখান থেকেই অর্ডার করা যাবে আলো। রাতের বেলায়ও আঙিনায় পড়বে সূর্যের আলো।

শুনতে যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটাই কটিন এর বাস্তবায়ন। এ নিয়ে রিফ্লেক্ট অরবিটালস তাদের ভিডিও প্রেজেন্টেশনে বলেছে, ৫৭ টি উন্নত প্রযুক্তির স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। যার প্রত্যেকটিতে বসানো থাকবে একটি আয়না, এগুলো ২৩ বর্গফুট আলট্রারিফ্লেক্টিভ মানের মিরর। এই আয়নাগুলোর মাধ্যমেই আলো পাঠানো হবে পৃথিবীতে। তবে প্রতিফলন হতে হবে একদম নিখুঁত ও নির্ভুল। কোনো প্রকার অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে সেজন্য বারবার পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে রিফ্রেক্ট অরবিটালস।

রিফ্লেক্ট অরবিটালসের সিইও বেন নুয়াক বলেছেন, স্যাটেলাইটের মাধ্যমে আয়নায় আলো প্রতিফলনের মাধ্যমে পৃথিবীতে সূর্যের আলো পাঠানোর পরিকল্পনা চলছে । এই প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে ’সানলাইট অব ডিমান্ড’। ইতিমধ্যে হট এয়ার বেলুনের মাধ্যমে পরীক্ষায় সফল অর্জন করেছে পরিকল্পনা। ২০২৫-২৬ সাল নাগাদ পরিকল্পনাটি চালু হবার সম্ভাবনা রয়েছে।

সূত্র: https://www.facebook.com/share/v/154VwnBfFa/

মায়মুনা

×