ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

বিশ্বের সবচেয়ে দুর্গম লেক এই হানিমুন লেক 

প্রকাশিত: ২০:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের সবচেয়ে দুর্গম লেক এই হানিমুন লেক 

ছবি: সংগৃহীত

পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এক বিস্ময়কর জলাধার, যা পরিচিত "হানিমুন লেক" নামে। এ লেক শুধু উচ্চতার জন্য নয়, এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যময় পরিবেশের জন্যও বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।  

হানিমুন লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৩৯০ মিটার (২০,৯৬৫ ফুট) উচ্চতায় অবস্থিত, যা এটিকে বিশ্বের অন্যতম সুউচ্চ হ্রদে পরিণত করেছে। এটি অবস্থিত দক্ষিণ আমেরিকার আন্দেস পর্বতমালায়, যেখানে বছরজুড়ে তুষারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে।  

"হানিমুন লেক" নামটি এসেছে স্থানীয় কিংবদন্তি থেকে। বলা হয়, এক সময় নবদম্পতিরা নতুন জীবনের সূচনার জন্য এ লেকে যেতেন, কারণ এখানকার নির্মল পরিবেশ এবং শান্ত সৌন্দর্য ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচিত হতো।  

হানিমুন লেক ভ্রমণ সহজ নয়। প্রচণ্ড ঠান্ডা, কম অক্সিজেন, এবং কঠিন ট্রেকিং পথের কারণে এটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য স্বপ্নের গন্তব্য। যারা চূড়ান্ত ধৈর্য ও শারীরিক সক্ষমতা অর্জন করেছেন, তারা একবার এই লেকের সৌন্দর্য উপভোগের সুযোগ পান।  

বিশ্বের সর্বোচ্চ লেকগুলোর মধ্যে অন্যতম হানিমুন লেক, শুধু ভ্রমণপিপাসুদের জন্য নয়, বরং বৈজ্ঞানিক গবেষকদের কাছেও এক আকর্ষণীয় স্থান। 

শিলা ইসলাম

×