ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বহির্জাগতিক প্রাণের অস্তিত্ব!

প্রকাশিত: ১৯:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বহির্জাগতিক প্রাণের অস্তিত্ব!

ছবি: সংগৃহীত

মহাকাশে বিস্ময়কর সব সৃষ্টি নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। মহাকাশ বিজ্ঞানীদের নতুন নতুন অনুসন্ধান মানুষের মনে প্রতিনিয়ত কৌতূহলের সৃষ্টি করছে।

চিলির লাসিলা অবজারভেটরিতে ""হাই একুরেসি রেডিয়াল ভেলোসিটি প্ল্যানেট সার্চার" (HARPS) এর তথ্য বিশ্লেষণ করে, পৃথিবীর মতো বসবাসযোগ্য নতুন এক গ্রহের খোঁজ মিলেছে।

বিজ্ঞানীদের তথ্য মতে, গ্রহটি পৃথিবীর ভরের ছয় গুণ, যা অবস্থান করছে পৃথিবী থেকে মাত্র ২০ আলোকবর্ষ দূরে। ২০২২ সালে সন্ধানকৃত এই গ্রহটির নামকরণ করা হয়েছে "HD 20794d"। 

বিজ্ঞানীরা মনে করছেন, এই গ্রহের পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে। এতে সৌরজগতের বাইরে অবস্থিত এই সুপার-আর্থে বহির্জাগতিক কোনো প্রাণের অস্তিত্ব থাকতে পারে।

কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে, গ্রহটিতে ভবিষ্যতে কোনো অভিযান পরিচালনার সুযোগ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
সূত্রঃ https://www.youtube.com/watch?v=I1kgXbfrIQs

শিলা ইসলাম

×