ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

স্থানীয়দের বিশ্বাস এখানে লুকিয়ে অজানা সুড়ঙ্গ

পৃথিবীর বুকে এক অবিশ্বাস্য সৃষ্টি!

প্রকাশিত: ০০:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

পৃথিবীর বুকে এক অবিশ্বাস্য সৃষ্টি!

ছবি: সংগৃহীত

এই দৃশ্য যেন কোনো গ্রহের এক রহস্যময় নগরী মনে হয়! কিন্তু না, এটি আমাদেরই পৃথিবীর এক বিস্ময়কর ভূ-গঠন, যা প্রকৃতির নিজস্ব শিল্পকর্ম।

এই অদ্ভুত স্তম্ভের মতো গঠনটি ক্রাউলি লেক, ক্যালিফোর্নিয়ার লোয়ার উপত্যকার "Les Orgues d'Ille-sur-Têt", যা "অর্গান পাইপ রক ফর্মেশন" নামে পরিচিত।

প্রায় ৪ মিলিয়ন বছর ধরে বাতাস, বৃষ্টি ও ক্ষয়প্রক্রিয়ার ফলে এই আশ্চর্য শৈলগঠন তৈরি হয়েছে। নরম বেলেপাথর ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে কঠিন স্তম্ভগুলো রেখে গেছে, যা দেখতে ঠিক যেন কোনো প্রাচীন মন্দিরের খিলান বা কোনো হারিয়ে যাওয়া সভ্যতার ধ্বংসাবশেষ। 

অনেকে বিশ্বাস করেন, এই জায়গার গভীরে লুকিয়ে আছে এক অজানা শক্তি। স্থানীয়রা বলেন, এখানে রাতের বেলায় শোনা যায় অদ্ভুত সুর—ঠিক যেন কোনো অদৃশ্য হাত একটি বিশাল প্রাচীন অর্গান বাজিয়ে চলেছে। কেউ কেউ মনে করেন, এই গঠন আসলে এক হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন, যা একসময় রহস্যময় কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। 

বিজ্ঞান বলবে এটি শুধু প্রাকৃতিক ক্ষয়ের ফল, কিন্তু স্থানীয়দের বিশ্বাস অন্যরকম। তারা মনে করেন, এই স্তম্ভগুলোর নিচে লুকিয়ে আছে অজানা সুড়ঙ্গ, হারিয়ে যাওয়া ইতিহাসের চিহ্ন এবং হয়তো এমন কিছু, যা আজও মানুষের চোখের আড়ালে।

শিলা ইসলাম

×