ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

মৃত্যুর পরও মস্তিষ্ক সচল থাকে, নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য!

প্রকাশিত: ১৯:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

মৃত্যুর পরও মস্তিষ্ক সচল থাকে, নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য!

ছবি: সংগৃহীত

একটি নতুন গবেষণায় দেখা গেছে, মৃত্যুর মুহূর্তেও এবং তার পরেও মস্তিষ্ক সক্রিয় থাকতে পারে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, হৃদযন্ত্র বন্ধ হওয়ার আগে এবং পরে প্রায় ৩০ সেকেন্ড ধরে মস্তিষ্কে গামা তরঙ্গের প্রবল সক্রিয়তা দেখা যায়।

সাধারণত এই গামা তরঙ্গগুলি উচ্চতর মানসিক কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত, যেমন স্মৃতি পুনরুদ্ধার, মনোযোগ এবং চেতনাবোধ।

আরও একটি গবেষণায় দেখা গেছে, হৃদযন্ত্র বন্ধ হওয়ার পরেও কয়েক সেকেন্ড থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত মস্তিষ্কের কার্যকারিতা অব্যাহত থাকতে পারে। কোমায় থাকা বা লাইফ সাপোর্টে থাকা ব্যক্তিদের মস্তিষ্কের ক্রিয়াকলাপ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, হৃদস্পন্দন থেমে গেলেও সঙ্গে সঙ্গে মস্তিষ্ক সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যায় না। কিছু ক্ষেত্রে মৃত্যুর পরও মস্তিষ্ক সক্রিয় থাকতে পারে, যা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে।

এই গবেষণার ফলাফল ইঙ্গিত দেয় যে, দেহ নিস্তেজ হতে শুরু করলেও মস্তিষ্ক নির্দিষ্ট কিছু কার্যক্রম চালিয়ে যেতে পারে।

এ আবিষ্কার মৃত্যু ও চেতনার সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তুলেছে এবং জীবন ও মৃত্যুর মধ্যবর্তী পর্যায় সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করছে।

সূত্র: পিনাস

এম.কে.

×