
ছবি; সংগৃহীত
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পূর্বযোগীয়া গ্রামের কৃষক ও দিনমজুর জাকির হোসেন যেখানেই যাবে। রাজা হাঁসটি তার সাথে সাথে থাকে। এক সাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে হাঁটাচলা, বাজারে যাওয়া সবকিছু করে হাঁসটি। কথা বলতে বললেও তার জবাস দেওযার চেষ্ট করে।
তিনি বলেন, রাজা হাঁসটি এলাকার চায়ের দোকানে বসে চা খেতেও পছন্দ করে। এই কারণে এলাকার সর্বস্তরের মানুষের কাছে ভালোবাসার কমতি নেই।
কৃষক জাকির বলেন, ঠিকমতোপড়াশোনার করলে তাকে বিশ্বহকে পাস করাও চান কৃষক জাতির দোকান। সব কিছুই সম্ভব।
শহীদ