ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ইলন মাস্কের ১৩তম সন্তান? তরুণী লেখিকার বিস্ফোরক দাবি!

প্রকাশিত: ১৯:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ইলন মাস্কের ১৩তম সন্তান? তরুণী লেখিকার বিস্ফোরক দাবি!

ইলন মাস্কের ব্যক্তিগত জীবন আবারও খবরের শিরোনামে। মাস্কের সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে এ বার বোমা ফাটালেন নেটপ্রভাবী এবং লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার। দাবি করলেন, তাঁর সন্তানের পিতা নাকি মাস্ক। এক্সে একটি পোস্টে সেন্ট ক্লেয়ার ঘোষণা করেছেন যে মাস্ক তাঁর পাঁচ মাস বয়সি সন্তানের বাবা।

ক্লেয়ারের এই দাবির বিষয়ে নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি মাস্ক। টেসলা এবং স্পেসএক্সের সিইওর সঙ্গে ক্লেয়ারের সন্তানের সম্পর্ক নিয়ে সমাজমাধ্যম ও ট্যাবলয়েডে প্রবল কানাঘুষো শুরু হয়। সুন্দরী ও লাস্যময়ী এই তরুণীর দাবি নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা।জন্মের পর এত দিন সন্তানের পরিচয় গোপন রাখার কারণও জানিয়েছেন অ্যাশলে। নিজের পোস্টে সেন্ট ক্লেয়ার লিখেছেন, ‘‘সন্তানের পরিচয়ের গোপনীয়তা রক্ষা করতে চাইতাম। তবে সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমগুলি যা শুরু করেছে, তাতে স্পষ্ট হয়ে গিয়েছে যে এতে কোনও লাভ নেই।’’

সেই পোস্টে ক্লেয়ার সংবাদমাধ্যমে উদ্দেশে জানান, ‘‘স্বাভাবিক, নিরাপদ পরিবেশে সন্তানকে বড় করতে চাই। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, সন্তানের গোপনীয়তা রক্ষার অধিকারকে সম্মান করুন।’’রক্ষণশীল রাজনৈতিক মনোভাবের জন্য বিশেষ ভাবে পরিচিত ৩১ বছর বয়সি ক্লেয়ার। রক্ষণশীল মতাদর্শের প্রতি তাঁর সমর্থন বরাবরই। প্রায়শই বিশিষ্ট রক্ষণশীল ব্যক্তিত্বদের সঙ্গে অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে তাঁকে। মাঝে তিনি এই অনুষ্ঠানগুলি থেকে সরে গিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবার সমাজমাধ্যমে সক্রিয় হয়েছেন ক্লেয়ার।ক্লেয়ারের দাবির পর এক ভক্ত তাঁকে সরাসরি এক্সে প্রশ্ন করায় হাসির ইমোজি দিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং এলন মাস্ক। যদি সেন্ট ক্লেয়ারের দাবি সত্য হয়, তা হলে চারটি সম্পর্ক থেকে ১৩তম সন্তানের বাবা হলেন টেসলা কর্ণধার।

সূত্রঃ আনন্দবাজার

রাজু

×