ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বাবার ক্যামেরায় ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত—তিমির পেটে ছেলে!

প্রকাশিত: ০৬:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৬:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

বাবার ক্যামেরায় ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত—তিমির পেটে ছেলে!

সমুদ্রের মধ্যে বোটে সওয়ার হয়ে যাচ্ছিলেন এক যুবক। কিছুটা দূরেই অন্য একটি বোটে ছিলেন তাঁর বাবা। পুত্রকে ক্যামেরাবন্দি করছিলেন তিনি।

চোখের সামনে পুত্রকে জ্যান্ত গিলে নিল বিশালাকার হাম্পব্যাক তিমি। সেই ঘটনা ক্যামেরাবন্দি করলেন বাবা। তবে তার পরেই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা।

ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে, সমুদ্রের মধ্যে বোটে চড়ে যাচ্ছিলেন এক যুবক। কিছুটা দূরেই অন্য একটি বোটে ছিলেন তাঁর বাবা। পুত্রকে ক্যামেরাবন্দি করছিলেন তিনি। এমন সময়ই আবির্ভাব হয় এক দানবের। জল থেকে উঠে আসে বিশালাকার হাম্পব্যাক তিমি। তিমির ধাক্কায় বোট থেকে জলে পড়ে যান যুবক। এর পরেই ওই যুবককে গিলে ফেলে তিমিটি। ভয়ে চিৎকার করে ওঠেন তাঁর বাবা। পুরো ঘটনা ক্যামেরাবন্দিও করে রাখেন। তবে তার পরেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। যুবককে জ্যান্ত উগরে দেয় তিমিটি। এর পর ওই যুবক সাঁতরে তাড়াতাড়ি বাবার বোটের দিকে চলে আসেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
 

Dad films as his son is swallowed and then spit out by a whale pic.twitter.com/DxnJ8fLnn2

— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) February 13, 2025
 

রাজু

×