ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

যে নদীতে পানি নয় পাথরের স্রোত 

প্রকাশিত: ১৪:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

যে নদীতে পানি নয় পাথরের স্রোত 

ছবি: সংগৃহীত

নদী মানেই কি শুধু জলধারা? যদি নদীর বুকে কখনোই পানি না থাকে, তবু কি তাকে নদী বলা যায়? রাশিয়ার উরাল পর্বতমালায় রয়েছে এমনই এক নদী, যেখানে পানির বদলে বয়ে চলে শুধুই পাথর! প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি স্থানীয়ভাবে পরিচিত "Stone River" নামে।

উরাল পর্বতমালার গভীরে অবস্থিত এই পাথরের নদী প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এবং ২০০ মিটার প্রশস্ত। হাজার হাজার বছর ধরে জমে থাকা বিশাল আকৃতির পাথরখণ্ড একে নদীর মতো আকৃতি দিয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই নদীর নিচে এখনো পানি প্রবাহিত হয়, যা মাটির নিচে গোপনভাবে বইছে। 

বিজ্ঞানীরা মনে করেন, হিমবাহ গলনের ফলে এবং দীর্ঘদিনের ভূকম্পনের কারণে পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরগুলো এমন নদীর মতো ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই অঞ্চল পাথরের ঢিবিতে পরিণত হয়েছে, যা দেখতে একেবারে নদীর মতো।

পাথরের এই নদী কোনো সাধারণ পাহাড়ি ঢাল নয়, কারণ এর পাথরগুলো আস্তে আস্তে নড়তে থাকে, বিশেষ করে ভূমিকম্প বা শক্তিশালী বাতাসের সময়। স্থানীয়রা এটিকে "জীবন্ত নদী" বলে থাকেন, কারণ মাঝে মাঝে নিচের স্তরের পাথর সরে গিয়ে ওপরে উঠে আসে।

শিলা ইসলাম

×