ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

সুগার ড্যাডি ও মমি ট্রেন্ড: এশিয়ার শীর্ষ দেশ কোনটি?

প্রকাশিত: ০২:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

সুগার ড্যাডি ও মমি ট্রেন্ড: এশিয়ার শীর্ষ দেশ কোনটি?

ছবি: সংগৃহীত।

সুগার ড্যাডি এমন একজন বয়স্ক পুরুষ, যিনি অর্থ, দামি উপহার বা সম্পদের বিনিময়ে নিজের চেয়ে অনেক ছোট বয়সী নারীর সঙ্গে সম্পর্ক করেন। এই ব্যক্তি বিবাহিত, ডিভোর্সি, বিপত্নীক বা সিঙ্গেল যাই হোন না কেন, সম্পর্কের বয়সের পার্থক্য ও অর্থনৈতিক অবস্থার কারণে তিনি সাধারণত সম্পর্কের ওপর বেশি প্রভাব বিস্তার করেন।

অন্যদিকে, মমি ইস্যুজ এর ঠিক বিপরীত। এখানে কম বয়সী তরুণরা নিজের চেয়ে অনেক বেশি বয়সী নারীদের সঙ্গে সম্পর্কে জড়ান। এই নারীরা বিবাহিত, ডিভোর্সি, বিধবা বা সিঙ্গেল হতে পারেন। তরুণরা এই নারীদের মধ্যে মায়ের স্নেহ, আবেগের পরিপক্বতা ও মানসিক সমর্থন খোঁজেন। এই প্রবণতাকে বলা হয় মমি ট্রেন্ড। উভয় ক্ষেত্রেই সম্পর্কের মূল চালিকাশক্তি হিসেবে যৌনতা কাজ করে।

সম্প্রতি স্ট্যাটিস্টা এশিয়া সুগার ড্যাডির সংখ্যা নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে। এতে অংশগ্রহণকারী বয়স্ক পুরুষরা নিজেদের পরিচয় গোপন রেখে সুগার ড্যাডি হিসেবে তথ্য সরবরাহ করেন।

জরিপে দেখা গেছে:

তালিকার শীর্ষে রয়েছে ভারত, যেখানে সুগার ড্যাডির সংখ্যা কমপক্ষে ৩ লাখ ৩৮ হাজার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া, যেখানে এই সংখ্যা ৬০ হাজার ২৫০।

যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়া ও জাপান, উভয় দেশের সুগার ড্যাডির সংখ্যা ৩২ হাজার ৫০০।

সূত্র: দ্য সান এবং লাইফস্টাইল এশিয়া হংকং

সায়মা ইসলাম

×