![প্রেমের দিনেও নিষেধাজ্ঞা! কোন দেশে ভালোবাসা দিবস নিষিদ্ধ? প্রেমের দিনেও নিষেধাজ্ঞা! কোন দেশে ভালোবাসা দিবস নিষিদ্ধ?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/800450-4-2502131947.png)
১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা হলেও কিছু দেশ রয়েছে যেখানে এই দিনটি পালনে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক কারণেই এসব দেশে ভালোবাসা দিবস নিষিদ্ধ করা হয়েছে।
যেসব দেশে নিষিদ্ধ:
১. সৌদি আরব
সৌদি আরবে ভালোবাসা দিবস পালন সম্পূর্ণ নিষিদ্ধ। দেশটির ইসলামিক আইনের কারণে এই দিনে কোনো ধরনের উৎসব, ফুল বিক্রি বা উপহার আদান-প্রদান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ধর্মীয় পুলিশ (মুতা'ওয়া) এ সংক্রান্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করে।
২. ইরান
ইরানে ভালোবাসা দিবস পালন আইনত নিষিদ্ধ। দেশটির সরকার একে ‘পশ্চিমা সংস্কৃতির অংশ’ বলে মনে করে এবং তরুণ সমাজকে এ থেকে দূরে রাখতে চায়।
৩. পাকিস্তান
পাকিস্তানে ২০১৭ সালে আদালতের রায়ে ভালোবাসা দিবস পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দেশটির ইসলামিক মূল্যবোধ রক্ষার জন্য এই দিবসকে ‘অনৈতিক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
৪. ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ। বিশেষ করে ধর্মীয়ভাবে সংবেদনশীল এলাকাগুলোতে এ দিবস উদযাপন করলে প্রশাসনিক শাস্তির মুখোমুখি হতে হয়।
৫. মালয়েশিয়া
মালয়েশিয়ার ইসলামী কর্তৃপক্ষ ভালোবাসা দিবস উদযাপনকে ‘অনৈতিক কার্যকলাপের উৎস’ হিসেবে দেখে এবং বেশ কয়েকবার দমনের জন্য অভিযান পরিচালনা করেছে।
কেন নিষিদ্ধ?
এসব দেশে ভালোবাসা দিবস নিষিদ্ধ করার মূল কারণ হলো—
পশ্চিমা সংস্কৃতির প্রভাব প্রতিরোধ
ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা
যুবসমাজকে ‘অনৈতিক’ কর্মকাণ্ড থেকে বিরত রাখা
যদিও কিছু দেশে এটি নিষিদ্ধ, তবুও বিশ্বব্যাপী অনেক দেশই ভালোবাসা দিবস উদযাপন করে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং আধুনিক বিশ্বায়নের ফলে এমন দেশগুলোতেও ব্যক্তিগত পর্যায়ে অনেকেই গোপনে এ দিন পালন করেন।
রাজু