ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

মোরসালিন মিজান

প্রকাশিত: ২২:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

.

চারিদিকে এখন হিংসা। হানাহানি। হঠাৎ করেই যেন বদলে গেছে শহর ঢাকা। ছেলে বুড়ো সবাই অসহিষ্ণু। কেউ কাউকে ছাড় দিতে চাইছে না। মুখ তেঁতো। শুকনো ঠোঁট। অন্তর বিষে পূর্ণ। অন্যের অনিষ্ট করার মধ্যে, অন্যকে কষ্ট দেওয়ার মধ্যে বিকৃত আনন্দ খুঁজে পাচ্ছে মানুষ। অথচ ভালোবাসা দিয়ে জয় করা যায় পৃথিবী। সেই ভালোবাসা, সেই হৃদয়াবেগ কোথায় এখন ? কেন প্রেমে মানুষ মানুষকে আর বাধতে পারছে না? কেন পরস্পরের প্রতি সহানুভূতিহীন আমরা? আরও অনেক প্রশ্ন। প্রতিনিয়ত যখন প্রশ্নগুলো উঠছে ঠিক তখনই এলো ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসের শুরুটা প্রাশ্চাত্যে হলেও এখন গোটা পৃথিবীর সংবেদনশীল মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে উদ্যাপন করে। বাংলাদেশেও ভীষণ জনপ্রিয়। গত কয়েক বছর ধরে ভালোবাসা দিবসের আবেগ আর পহেলা ফাল্গুনের অনুভূতি মিলেমিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, আজ শুক্রবার ফাল্গুনেরও প্রথমদিন। ফলে ঘটা করেই হবে বসন্ত উৎসব। বসন্ত ভালোবাসার জন্য মনকে বিশেষ প্রস্তুত করে তুলবে। আবার ভালোবাসার বোধ আপন করে নেবে বসন্তকে। বিশেষ করে এখন চারদিকে যে নিষ্ঠুরতা চলছে, সে জায়গা থেকে দেখলে কার্যকর মহৌষধ ভালোবাসা। ভালোবাসার মন্ত্রই পারে আমাদের রক্ষা করতে। আসুন, মন্ত্রটি আজ বারবার জপ করি।    
প্রেম ফাগুনের হাওয়া বইমেলায় ॥ অমর একুশে বইমেলার বৃহস্পতিবার ছিল ১৩তম দিন। বেলা ৩টায় খুলে দেওয়া হয় প্রবেশদ্বার। তারপর থেকেই শুরু হয়ে যায় আনাগোনা। এদিন মেলায় ছিল উৎসবের আমেজ। প্রেম-ফাগুনের মৃদু হাওয়া বইছিল, সেই হাওয়ায় যেন ভাসছিল পাঠক হৃদয়। একদিন আগেই বাসন্তী রঙে বা ভালোবাসার লাল রঙে সেজে এসেছিলেন তরুণ-তরুণীরা। নারীদের কারও খোঁপায় ছিল গোলাপ। কারও হাতে পেঁচানো ছিল গাদা ফুলের মালা। প্রিয়জনের হাত ধরে মেলা ঘুরে বেড়িয়েছেন তারা। না, বই বাদ দিয়ে নয়। প্রায় সবাই কোনো না কোনো পর্যায়ে বইয়ের স্টলে ঢুঁ মেরেছেন। প্রিয় লেখকের উপন্যাস কিনেছেন। কাব্যগ্রন্থের পাতা উল্টে পড়েছেন কয়েক পঙ্ক্তি। কিনেছেনও। তবে মূল স্রোতটা আজ দেখা যাবে মেলায়। বসন্ত ও ভালোবাসার দিন বইমেলায় বিপুল লোক সমাগম হয়। এবারও হবে বলে আশা করছেন প্রকাশকরা। লেখক পাঠক প্রকাশ সবাই বলছেন, মেলায় আমরা ভালোবাসাবাসিই দেখতে চাই। হিংসা বিদ্বেষ ভুলে বাঙালিত্বের জয়গান করতে চাই। এদিকে, ১৩তম দিনে মেলায় নতুন বই এসেছে ৮৫টি। আজ শুক্রবার বেলা ১১টায় খুলে দেওয়া হবে। বন্ধ হয়ে যাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
আহমদ ছফাকে নিয়ে আলোচনা ॥ আহমদ ছফা দেশের আলোচিত লেখক। বর্তমানে আরও বেশি আলোচিত হচ্ছে নামটি। এই নামের সঙ্গে আলোচিত হয় সলিমুল্লাহ খানের নামটিও। তো, আজ বইমেলার মূলমঞ্চে আজ অনুষ্ঠিত হবে ‘স্মরণ : আহমদ ছফা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন তাহমিদাল জামি। আলোচনায় অংশগ্রহণ করবেন নূরুল আনোয়ার এবং সাজ্জাদ শরিফ। সভাপতিত্ব করবেন সলিমুল্লাহ খান। আগ্রহীরা শুনতে পারেন বিশেষ এই আলোচনা।

×