ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

আজ ১২ ফেব্রুয়ারি: ইতিহাসে আজকের এইদিনে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৪:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আজ ১২ ফেব্রুয়ারি: ইতিহাসে আজকের এইদিনে

ছবি: প্রতীকী

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি), ২০২৫।  দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১১৩০ -  পোপ দ্বিতীয় ইনোসেন্ট নির্বাচিত হন।
১৪২৯ -  হেরিংসের যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজয়বরণ করে।
১৬৩৫ -  দারাশিকোহ কান্দাহারের বিরুদ্ধে তৃতীয় অভিযান চালান।
১৭০০ -  গ্রেট নর্দান ওয়ার শুরু হয়।
১৭৩৩ -  ওগলেথর্প জর্জিয়া প্রতিষ্ঠা করেন।
১৭৮২ -  মাদ্রাজে ব্রিটিশ ও ফ্রান্স বাহিনীর যুদ্ধ।
১৮১৮ -  চিলি স্পেন থেকে স্বাধীনতা পায়।
১৮৫৫ -  মিশিগান স্টেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়।
১৮৭৭ -  প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।
১৮৭৮ -  ব্রিটিশ আবহাওয়া দফতর সর্বপ্রথম সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইস্যু করে।
১৮৮৯ -  লন্ডন কান্ট্রি কাউন্সিল গঠিত হয়।
১৯১২ -  চীনের সম্রাট পুইয়ের পদত্যাগ।
১৯১২ -  মাঞ্চু রাজতন্ত্র উৎখাতের পর চীন প্রজাতন্ত্রে পরিণত হয়।
১৯৪৫ -  ইয়াল্টা সম্মেলন শেষ হয় এবং সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে একমত হয়।
১৯৭০ -  কায়রোতে ধাতব কারখানায় ইসরাইলি বিমান হামলা। ৭০ জন বেসামরিক মিসরীয় নিহত।
১৯৭২ -  বাংলাদেশকে ইতালির স্বীকৃতি দান।
১৯৭৩ -  উত্তর ভিয়েতনাম প্রথম মার্কিন যুদ্ধবন্দী দলকে মুক্তি প্রদান করে।
১৯৮১ -  কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে।
১৯৯৩ -  কপিল দেবের টেস্ট ক্রিকেটে ৪ শ’ ইউকেট ও ৫ হাজার রান সংগ্রহের রেকর্ড।
১৯৯৬ -  প্যালেস্টাইন অথারিটির রাষ্ট্রপতি পদে শপথ নেন ইয়াসির আরাফাত।
১৯৯৭ -  বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৮ -  বিমান দুর্ঘটনায় সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট লে. জে. আল বুজায়ের ও তথ্যমন্ত্রী ইব্রাহিম নিহত।
১৯৯৯ -  অভিসংশিতের অভিযোগ থেকে মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের অব্যাহিত।

জন্ম:

১০১৪ -  জার্মানি ও ইতালির রাজা কনরাড জন্মগ্রহণ করেন।
১৮০৯ -  চার্লস ডারউইন জন্মগ্রহণ করেন।
১৮০৯ -  যুক্তরাষ্ট্রের ষোড়শ রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন জন্মগ্রহণ করেন।
১৮৭১ -  ভারত হিতৈষী চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজ জন্মগ্রহণ করেন।
১৯১১ -  বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ জন্মগ্রহণ করেন।
১৯১৫ -  মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামী আউং সান জন্মগ্রহণ করেন।
১৯৪৩ -  কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১২৪২ -  জার্মান রাজা সপ্তম হেনড্রিকের মৃত্যু হয়।
১৮০৪ -  জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের মৃত্যু হয়।
১৯১৬  -  জার্মান গণিতবিদ রিচার্ড ডেডেকিন্ট মৃত্যুবরণ করেন।
১৯৩৪ -  ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী সূর্য সেন মৃত্যুবরণ করেন।
১৯৬১ -  বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন।
১৯৭৮ -  শিশুসাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্রের মৃত্যু হয়।
১৯৮০ -  ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদারের মৃত্যু হয়।
 

শহীদ

×