![এম শহীদুল্লাহ খান সেলিমের মৃত্যুবার্ষিকী আজ এম শহীদুল্লাহ খান সেলিমের মৃত্যুবার্ষিকী আজ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/b5-2502101848.jpg)
এম শহীদুল্লাহ খান সেলিম
আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দৈনিক জনকণ্ঠের সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এম শহীদুল্লাহ খান সেলিম (বড়দা) এর ২২তম মৃত্যুবার্ষিকী। তিনি দৈনিক জনকণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের আপন বড় ভাই। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার সকল আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করতে অনুরোধ করেছেন।