ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

এই মাছ একবার খেলেই নেশাগ্রস্ত! কয়েকদিন বিভ্রম

প্রকাশিত: ১৩:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

এই মাছ একবার খেলেই নেশাগ্রস্ত! কয়েকদিন বিভ্রম

ছবি: সংগৃহীত

আপনি কি কখনো এমন কোনো মাছের কথা শুনেছেন, যা খেলে নেশা হয়ে যায়? অবাক করার মতো শোনালেও, বাস্তবেই এমন একটি মাছ আছে, যা খাওয়ার পর মানুষের মধ্যে নেশার মতো অনুভূতি তৈরি হয়। 


এই রহস্যময় মাছের নাম ‘সারপুটা’ বা সারপুটি (Sarpa salpa), যা মূলত ভূমধ্যসাগর ও পূর্ব আটলান্টিক মহাসাগরে পাওয়া যায়। স্থানীয়ভাবে একে ‘ড্রিম ফিশ’ নামেও ডাকা হয়, কারণ এটি খাওয়ার পর অনেকের মধ্যে ভয়ংকর স্বপ্ন, বিভ্রম এবং হ্যালুসিনেশন দেখা দেয়। 

গবেষকরা মনে করেন, সারপুটা মাছের শরীরে কিছু নিউরোটক্সিন থাকে, যা মানুষের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। তবে ঠিক কী কারণে এটি ঘটে, তা এখনো পুরোপুরি জানা যায়নি। ধারণা করা হয়, এই মাছ যখন একধরনের সামুদ্রিক শৈবাল খায়, তখন তার শরীরে এই রাসায়নিক উপাদান তৈরি হয়।

এমনকি ইতিহাস বলছে, প্রাচীন রোমানরা নাকি এই মাছ ইচ্ছাকৃতভাবে খেত, যাতে তারা এই অনুভূতি পায়। ২০০৬ সালে, ফ্রান্সের দুই ব্যক্তি ভুল করে সারপুটা মাছ খেয়ে কয়েকদিন ধরে ভয়াবহ বিভ্রমের মধ্যে ছিলেন। তারা এমন কিছু ভয়ংকর দৃশ্য দেখেছেন, যা বাস্তবে ছিল না। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, সারপুটা মাছ খাওয়ার আগে অবশ্যই সাবধান হওয়া উচিত। এটি খেলে নেশাগ্রস্ত অনুভূতি হতে পারে এবং মানসিক বিভ্রম ঘটতে পারে, যা বিপজ্জনক হতে পারে। সাধারণত মানুষ নেশা বলতে মদ বা কোনো মাদকের কথা ভাবে, কিন্তু প্রকৃতিতেও এমন কিছু খাবার আছে, যা খেলে নেশা হয়। সারপুটা মাছ তার অন্যতম উদাহরণ। 


 

শিলা ইসলাম

×