ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

২০২৪ সালে দেশের বাইরে ঘুরতে গেছেন বিশ্বের যত মানুষ

প্রকাশিত: ০৮:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৮:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫

২০২৪ সালে দেশের বাইরে ঘুরতে গেছেন বিশ্বের যত মানুষ

অনেকেই লক্ষ্য করেছেন যে বিমানবন্দরের নিরাপত্তা চেক পয়েন্টগুলোতে হয়তো লাইন দীর্ঘ। আগে থেকেই হোটেল বুকিংসহ বাজেট-বান্ধব ভাড়া, খাওয়া দাওয়াসহ সবকিছু নিয়ে চলছে ভ্রমণ পরিকল্পনা, তাই না? আর হবেই না কেন, করোনা মহামারির পর ২০২৪ সালে আবার পুর্বের অবস্থায় ফিরে এসেছে বিশ্ব পর্যটন। এমনটাই জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড টুরিজম অর্গানাইজেশন প্রকাশিত ২০২৪ সালের প্রতিবেদন।

এতে বলা হয়েছে, ২০২৪ সালে, প্রায় ১.৪ বিলিয়ন মানুষ আন্তর্জাতিকভাবে ভ্রমণ করেছিলেন। এই সংখ্যাটি করোনার আগে ২০১৯ সালের ভ্রমণ সংখ্যার ৯৯ শতাংশ। 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী পর্যটন ব্যয় ১.৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে পর্যটকরা গড়ে প্রতিজনে ব্যয় করেছেন ১,০০০ ডলারেরও বেশি।

২০২৪ সালে, মোট ৩১ কোটি ৬০ লাখ মানুষ ভ্রমণ করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। অন্যদিকে, ২১ কোটি ৩০ লাখ মানুষ আমেরিকায়, ৯ কোটি ৫০ লাখ মানুষ মধ্যপ্রাচ্যে এবং ৭ কোটি ৪০ লাখ মানুষ ভ্রমণ করেছেন আফ্রিকায়।

সজিব

×