ছবি সংগৃহীত
পরিবেশবান্ধব ও সাশ্রয়ী উপায়ে তৈরি নতুন ধরনের টাইলস এখন সবার নজর কাড়ছে। সাধারণত ফেলে দেওয়া ডিমের খোসা থেকেই তৈরি হচ্ছে এই বিশেষ টাইলস, যা তৈরি করেছেন উগান্ডার এক তরুণ উদ্যোক্তা গডফ্রে সেনগনজি। তার উদ্ভাবনী চিন্তা শুধু পরিবেশ রক্ষাই করছে না, একই সঙ্গে টাইলসের বাজারেও নতুন সম্ভাবনা তৈরি করছে।
সাধারণত উগান্ডায় টাইলস আমদানি করা হয় চীন, ইতালি, তুরস্ক ও মিসর থেকে। এসব টাইলস মূলত ক্লে সিরামিক, পোরসেলিন, মার্বেল ও গ্রানাইট দিয়ে তৈরি হয়ে থাকে। তবে সেনগনজি নতুন উপায়ে টাইলস বানিয়েছেন—সিমেন্টের সঙ্গে ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে! এতে করে উৎপাদন খরচ কমে আসছে, একইসঙ্গে এই টাইলস সিমেন্টের তৈরি সাধারণ টাইলসের তুলনায় হালকা ও সাশ্রয়ী হচ্ছে।
সেনগনজি জানান, “আমি টাইলস তৈরিতে ডিমের খোসা ব্যবহার করেছি কারণ এটি শক্তিশালী ও হালকা, যা একটি আদর্শ টাইলসের প্রধান বৈশিষ্ট্য।”
মাত্র ৩১ বছর বয়সে মাকেরেরে বিশ্ববিদ্যালয়ে সায়েন্স অ্যান্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক শেষ করে তিনি রাজধানী কামপালার শহরতলী কিটিজিতে তার কারখানা প্রতিষ্ঠা করেছেন। তার তৈরি করা টাইলসের জনপ্রিয়তা এখন শুধু উগান্ডাতেই সীমাবদ্ধ নেই; সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বাইরের দেশ থেকেও অর্ডার আসছে।
উগান্ডার প্রায় ৬৭ শতাংশ মানুষের মানসম্মত ঘর নেই। বেশিরভাগ মানুষই সিমেন্টের ফ্লোর ব্যবহার করেন, যা দ্রুত ফাটল ধরে ও ধুলাবালি জমে যায়, ফলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। সেনগনজির উদ্ভাবিত এই সাশ্রয়ী ও টেকসই টাইলস এই সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।
ডিমের খোসা থেকে টাইলস তৈরির পাশাপাশি কয়লা উৎপাদন করেও আলোচনায় এসেছেন এই তরুণ উদ্যোক্তা। তার এই নতুন উদ্যোগ ভবিষ্যতে নির্মাণ শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: https://www.youtube.com/watch?v=l3Zm9RoQMwc
আশিক