
ছবি: জনকণ্ঠ
বাংলাদেশের এইচএম হাকিম আলীকে বিশ্ব পর্যটন নেটওয়ার্ক (ডব্লিউটিএন) কর্তৃক ট্যুরিজম হিরো হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ডব্লিউটিএন জুরি বোর্ড তাঁর মনোনয়ন অনুমোদন করেছে। ফলে তিনি প্রথম ব্যক্তি হিসেবে 'অ্যামেজিং ট্রাভেল হিরো অ্যাওয়ার্ড' লাভ করেছেন যা ডব্লিউটিএন এবং e TurboNews (ইটার্বোনিউজ) এর যৌথ উদ্যোগে প্রবর্তিত হয়েছে।
২০২৫ সালে ট্যুরিজম হিরোস উদ্যোগটি অ্যামেজিং ট্রংভল অ্যাওয়ার্ডের সঙ্গে একীভূত হয়, যা অসাধারণ নেতৃত্ব উদ্ভাবন এবং বৈশ্বিক পর্যটন শিল্পের উন্নয়নের প্রতি অবিচল প্রতিশ্রুতি প্রদর্শনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, গন্তব্য এবং সংস্থাগুলোকে সম্মানিত করে।
এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি বিজ্ঞাপন-নির্ভর নয়, অর্থাৎ সমস্ত মনোনয়ন এবং স্বীকৃতি সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হয়। অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো প্রচারমূলক অবদান প্রয়োজন হয় না। তবে ডব্লিউটিএন পুরস্কার অনুষ্ঠানের আয়োজন এবং কার্যক্রম পরিচালনার জন্য পৃষ্ঠপোষকদের স্বাগত জানায়। এইচ. এম. হাকিম আলী ১০ জানুয়ারি ২০২৫ তারিখে ট্যুরিজম হিরো হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পান এবং প্রথম "অ্যামেজিং ট্রাভেল হিরো অ্যাওয়ার্ড' অর্জন করেন।
এই সম্মান লাভের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, 'আমি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়ে গভীরভাবে সম্মানিত বোধ করছি, যা ১৯৭০-এর দশক থেকে বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে আমার অবদানের প্রতিফলন।' তিনি আরও বলেন, 'বাংলাদেশের পর্যটন ও বিমান পরিবহন মন্ত্রীর কাছ থেকে আমি 'বাংলাদেশের পর্যটনের জনক' উপাধিতেও ভূষিত হয়েছি।'
বাংলাদেশইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)-এর সভাপতি হিসেবে, তিনি শিল্পের সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণভূমিকা পালন করেছেন, টেকসই পর্যটনের প্রচার করেছেন এবং বাংলাদেশকে বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার নেতৃত্বে বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, যার মধ্যে রয়েছ, পর্যটন শিল্পের মানোন্নয়ন, পর্যটনের নীতি সংস্কারেরজন্য প্রচারণা, কর্মী উন্নয়নে অগ্রাধিকার প্রদান।
তাঁর নেতৃত্বে গৃহীত কয়েকটি মূল উদ্যোগ শিল্পের মান উন্নয়ন নীতি সংস্কারের পক্ষে সুপারিশ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া এই পুরস্কার তাঁর অদম্য নিষ্ঠা, শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতি প্রমাণ করে, যা বৈশ্বিক পর্যটন শিল্পে তাঁর প্রভাব কে আরও সুসংহত করে তুলেছে।
বিশ্ব পর্যটন নেটওয়ার্কের চেয়ারম্যান জুর্গেনস্টাইন মেটজ বলেন 'আমরা অত্যন্ত আনন্দিত যে এইচ. এম. হাকিম আলী আমাদের হিরো হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তিনি ২০২০ সালে বিশ্ব পর্যটন নেটওয়ার্ক চালুর পর থেকে এর সক্রিয় এবং মূল্যবান সদস্য ছিলেন।
এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির মাধ্যমে, এইচ. এম. হাকিম আলী বিশ্ব পর্যটন শিল্পে নেতৃত্ব ও উদ্ভাবনের নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন, যা বাংলাদেশকেআন্তর্জাতিক পর্যায়ে আরও গৌরবান্বিত করছে।