ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

শীতকালে উদ্ভিদের পাতা ঝরে যায় কেন?

প্রকাশিত: ০৩:৪৭, ১ ফেব্রুয়ারি ২০২৫

শীতকালে উদ্ভিদের পাতা ঝরে যায় কেন?

ছবি: সংগৃহীত।

শীতকাল আসতেই আমাদের চারপাশে প্রকৃতির পরিবর্তন চোখে পড়ে। এই সময় গাছপালার মধ্যে বিশেষ এক পরিবর্তন ঘটে, যা অনেকের কাছে প্রশ্ন সৃষ্টি করে। শীতের মৌসুমে গাছের পাতা ঝরে পড়ে। কিন্তু কেন এই পাতা ঝরে যায়? এই প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে উদ্ভিদের জীববিজ্ঞানে একটু নজর দিতে হবে।

শীতকালে উদ্ভিদের পাতা ঝরার প্রক্রিয়াটি একটি প্রাকৃতিক অভিযোজন, যা তাদেরকে শীতকালীন দুর্দিনে টিকিয়ে রাখতে সাহায্য করে। গাছের পাতা শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়ায় পানির ক্ষতি কমাতে এবং জীবিত থাকার জন্য প্রাকৃতিকভাবে ঝরে যায়। এই প্রক্রিয়াটি গাছের জীবনচক্রের একটি অবিচ্ছেদ্য অংশ, যেখানে গাছ তার প্রয়োজনীয় শক্তি সংরক্ষণ করে এবং শীতকালীন পরিবেশে নিজের অস্তিত্ব রক্ষা করে।

এখানে, চলুন জানি কেন এবং কীভাবে শীতকালে উদ্ভিদের পাতা ঝরে যায়, এবং এই প্রক্রিয়া প্রকৃতির জন্য কীভাবে উপকারী।

১. পানির অভাব এবং শীতকালীন পরিবেশ
শীতকালে তাপমাত্রা কমে যায় এবং বাতাসে আর্দ্রতা কমে যায়। এই অবস্থায় গাছের পাতা দিয়ে পানি বাষ্পীভূত হওয়ার সম্ভাবনা থাকে। পাতা যদি গাছের শরীরে ধরে রাখে, তবে শীতকালে পানির ঘাটতি হতে পারে, যা গাছের জন্য ক্ষতিকর। তাই, উদ্ভিদ তার পাতা ঝরে ফেলে, যাতে পানির অপচয় কমিয়ে আনা যায়।

২. পানি শোষণের সমস্যা
গাছের শিকড় শীতকালে জমে থাকা মাটির মধ্যে থেকে পর্যাপ্ত পানি শোষণ করতে পারে না। মাটির উপরিভাগে বরফ জমে যাওয়ার ফলে পানি গাছের শিকড়ে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। পাতার মাধ্যমে গাছের পানির শোষণ ও সংরক্ষণ প্রক্রিয়া নির্ভরশীল। পাতা ঝরে যাওয়ার ফলে এই সমস্যা কমে যায় এবং গাছের বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে।

৩. বছরের জন্য শক্তি সংরক্ষণ
পাতা ঝরানোর মাধ্যমে গাছ তার শক্তি সংরক্ষণ করে, কারণ পাতা হল গাছের প্রধান খাদ্য উৎপাদনকারী অঙ্গ, যেখান থেকে ফটোসিন্থেসিস (সূর্যের আলো থেকে খাদ্য তৈরি) হয়ে থাকে। শীতে আলো কম পাওয়ার কারণে ফটোসিন্থেসিসের প্রক্রিয়া কম হয়ে যায়। অতএব, গাছ তার শক্তি নষ্ট না করে কিছুটা সময়ের জন্য পাতা ঝরিয়ে নেয়, যা পরবর্তীতে গাছের সুরক্ষা এবং জীবনধারণে সাহায্য করে।

৪. রক্ষা পাওয়ার ব্যবস্থা
পাতা ঝরানোর একেবারে শেষ স্তরে গাছ পাতার গোড়ায় একটি বিশেষ ধরনের তন্তু বা কোষ তৈরি করে, যা এক ধরনের বক্সের মতো কাজ করে। এই কোষ পাতা এবং গাছের বাকী অংশের মধ্যে সম্পূর্ণ আলাদা করে দেয়, ফলে শীতকালীন ঠান্ডা, বৃষ্টি বা বরফ গাছের প্রধান শাখা-প্রশাখাকে সরাসরি প্রভাবিত করতে পারে না। এটি গাছকে ঠান্ডার ক্ষতি থেকে রক্ষা করে।

৫. ভিন্ন ধরনের উদ্ভিদের প্রতিক্রিয়া
তবে, সব গাছের পাতা ঝরে যায় না। কিছু গাছ যেমন পাইন বা সাইপ্রেসের মতো কনিফার গাছের পাতা শীতকালেও থাকে। এই গাছগুলো নিজেদের পাতা হারায় না, কারণ তাদের পাতার গঠন এমনভাবে তৈরি যে, ঠান্ডা আবহাওয়ায় পানি শোষণের সমস্যা কম হয় এবং তারা শীতকালেও বেঁচে থাকতে সক্ষম।

নুসরাত

×